Saturday, August 23, 2025

কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা! NRC চালুর পক্ষে জোর সওয়াল মণিপুরের মুখ্যমন্ত্রীর  

Date:

রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এমএসপিসি। এবার এনআরসি (NRC) চালুর পক্ষেই জোর সওয়াল করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী (Chief Minister of Manipur) এন বীরেন সিং (N Biren Singh)। তিনি সাফ জানিয়েছেন, তবে রাজ্যে এনআরসি লাগু করার পিছনে আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) অনুমোদন প্রয়োজন। আর সেই অনুমতি একবার মিললেই রাজ্যে এনআরসি চালু করতে একবারও ভাববেন না মুখ্যমন্ত্রী। আর মণিপুরের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, শুক্রবারই ইম্ফলে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই সাংবাদিকরা তাঁকে রাজ্যে এনআরসি লাগুর বিষয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরেই মণিপুরের মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও রাজ্য নিজে থেকেই এনআরসি চালু করতে পারে না। এর জন্য প্রথমেই কেন্দ্রের অনুমতি প্রয়োজন। আর তা না হলে এনআরসি রাজ্যে লাগু করা সম্ভব নয়। পাশাপাশি প্রবীণ বিজেপি নেতা জানান, ইতিমধ্যে রাজ্যে এমএসপিসি (Manipur State Population Commission) চালু হয়েছে।

অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে শরণার্থীদের শনাক্তকরণ ও তাঁদের রাজ্য থেকে বহিষ্কারের প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজ্য একা কিছু করতে পারে না। তবে নিজেরা যেটুকু করতে পারব সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version