Friday, November 7, 2025

কেন্দ্রীয় অনুমোদনের অপেক্ষা! NRC চালুর পক্ষে জোর সওয়াল মণিপুরের মুখ্যমন্ত্রীর  

Date:

রাজ্যে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে এমএসপিসি। এবার এনআরসি (NRC) চালুর পক্ষেই জোর সওয়াল করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী (Chief Minister of Manipur) এন বীরেন সিং (N Biren Singh)। তিনি সাফ জানিয়েছেন, তবে রাজ্যে এনআরসি লাগু করার পিছনে আগে কেন্দ্রীয় সরকারের (Central Government) অনুমোদন প্রয়োজন। আর সেই অনুমতি একবার মিললেই রাজ্যে এনআরসি চালু করতে একবারও ভাববেন না মুখ্যমন্ত্রী। আর মণিপুরের মুখ্যমন্ত্রীর এমন মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

উল্লেখ্য, শুক্রবারই ইম্ফলে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। আর সেখানেই সাংবাদিকরা তাঁকে রাজ্যে এনআরসি লাগুর বিষয়ে প্রশ্ন করেন। আর সেই প্রশ্নের উত্তরেই মণিপুরের মুখ্যমন্ত্রী সাফ জানান, কোনও রাজ্য নিজে থেকেই এনআরসি চালু করতে পারে না। এর জন্য প্রথমেই কেন্দ্রের অনুমতি প্রয়োজন। আর তা না হলে এনআরসি রাজ্যে লাগু করা সম্ভব নয়। পাশাপাশি প্রবীণ বিজেপি নেতা জানান, ইতিমধ্যে রাজ্যে এমএসপিসি (Manipur State Population Commission) চালু হয়েছে।

অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে শরণার্থীদের শনাক্তকরণ ও তাঁদের রাজ্য থেকে বহিষ্কারের প্রক্রিয়া খুব শীঘ্রই চালু হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজ্য একা কিছু করতে পারে না। তবে নিজেরা যেটুকু করতে পারব সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।

 

 

Related articles

বেটনের জৌলুস ফেরাতে উদ্যোগী BOA, ঐতিহ্যশালী টুর্নামেন্টে নেই বাংলার তিন প্রধান

শনিবার ১২৬তম বেটন কাপের(126th Beighton cup) সূচনা হবে। রাজ্যের নিজস্ব হকি স্টেডিয়ামে হবে এবার বেটন কাপ। ঐতিহ্যবাহী এই...

KIFF: সত্যজিতের কথা কই? চলচ্চিত্র উৎসবে নিজের ঢাক পেটালেন ‘শোলে’ পরিচালক!

৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (31st Kolkata International Film Festival) এসে সত্যজিৎ রায়কে (Satyajit Ray) উপেক্ষা করলেন বলিউড...

দেশের সেরা হকি স্টেডিয়াম এখন বাংলায়: জানালেন গর্বিত ক্রীড়ামন্ত্রী অরূপ

বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন...

নির্দেশ-অসঙ্গতিতে বিপাকে BLO-রা: জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলের, SIR আতঙ্কে মৃত্যু নিয়ে বিজেপিকে নিশানা

SIR আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যু। ক্ষুব্ধ তৃণমূল। অভিযোগ, আত্মীয়ের তথ্য সংক্রান্ত নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য...
Exit mobile version