Saturday, August 23, 2025

পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও এবার প্যান-আধার বাধ্যতামূলক করল কেন্দ্র

Date:

এবার পোস্ট অফিসের মাধ্যমে করা স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক হচ্ছে। ২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিনে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সমন স্কিমে টাকা রাখতে হলেও এ বার থেকে প্রত্যেক গ্রাহককে আধার এবং প্যান কার্ডের নম্বর জানাতেই হবে। আগে, আধার নম্বর না দিলেও বিনিয়োগ করা যেত। কিন্তু আগামী দিন আধার (Adhar) নম্বর বা আধার তালিকাভুক্তি স্বল্প সঞ্চয় বিনিয়োগের জন্য বাধ্যতামূলক হবে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্যান এবং আধার নম্বর জমা দিতে হবে। পোস্ট অফিস স্কিমগুলিতে অ্যাকাউন্ট খোলার সময় যদি আধার নম্বর না থাকে, তবে বিনিয়োগকারীকে আধার নম্বরের জন্য তালিকাভুক্তির স্লিপের প্রমাণ দিতে হবে। গ্রাহককে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৬ মাসের মধ্যে আধার নম্বর জমা দিতে হবে। যদি তা না করা হয়, তাহলে আধার নম্বর জমা না হওয়া পর্যন্ত ওই ব্যক্তির অ্যাকাউন্ট ফ্রিজ করা থাকবে। যদি ২ মাসের মধ্যে PAN জমা না দেওয়া হয়, তাহলে PAN জমা দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি ফ্রিজ করা হবে। আধার এবং প্যান নম্বর দেওয়া হলে এই স্থগিতাদেশ উঠে যাবে।

এখন থেকে, স্বল্প সঞ্চয় স্কিমগুলিতে (Small Savings Scheme) বিনিয়োগ করতে, নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:
• একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
• আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ
• প্যান

এর আগে যদি বিনিয়োগের সময় প্যান বা আধার না থাকে, তবে অন্য বৈধ নথি জমা দেওয়ার অনুমতি ছিল। যেমন, কোনও পরিষেবা প্রদানকারীর ইউটিলিটি বিল – জল, বিদ্যুৎ, টেলিফোন (২ মাসের বেশি নয়), মিউনিসিপ্যাল ট্যাক্স রসিদ, সম্পত্তি করের রসিদ, পেনশন বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দেওয়া পারিবারিক পেনশন জমা দেওয়া যেত।

 

 

 

Related articles

অভিষেকেই বাজিমাতের লক্ষ্যে ডুরান্ড ফাইনালে যুবভারতীজুড়ে DHFC উন্মাদনা

ডুরান্ড ফাইনালে হিরক দ্যুতির ছটা দেখার আশায় শনিবারের সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন জুড়ে শুধুই DHFC সমর্থকদের উন্মাদনা। কেউ...

আর জি কর মামলা: সুদীপ্ত রায়ের বাড়িতে CBI তল্লাশি

আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (R G Kar Madical College And Hospital) আর্থিক নয়ছয়ের তদন্তে শ্রীরামপুরের তৃণমূল...

বাংলার ‘ফাইল’ খুলতে এসে খুলে গেল বিবেকের জ্ঞান: জানেন না অবনীন্দ্রনাথের নাম!

তাঁর যত কাজ সবই বিজেপি বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করে। রাজ্যগুলিকে বদনাম করতে বিজেপির তালিমে তিনি পারদর্শী হয়েছেন যথেষ্ট।...

ক্ষমা চাইলেন ‘ধূমকেতু’ পরিচালক, নচিকেতাকে খোলা চিঠি কৌশিকের

'ধূমকেতু' (Dhumketu)সাফল্য উপভোগের মাঝেই হঠাৎ করে নিজের করা কাজের জন্য ক্ষমা চাইলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। 'স্মৃতি...
Exit mobile version