Thursday, November 13, 2025

আইএসএফের সঙ্গে বিজেপির গোপন আঁতাঁতের পর্দাফাঁস। আইএসএফের সাংগঠনিক সভা হল বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলা কার্যালয়ে। সভার কথা সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলে দুই শিবির। কিন্তু তাতেও সামাল দেওয়া যাচ্ছে না। এ রাজ্যে BJP-ISF আঁতাঁত নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল (TMC)।

তৃণমূলের অভিযোগ, রাজ্যে অশান্তি পাকাতে এই দুই দল গোপন বোঝাপড়া করেছে। এতদিন সেই অভিযোগ উড়িয়ে দিলেও শনিবার একেবারে প্রকাশ্যে চলে এল সেই সমঝোতা। বিজেপির ডেরায় বসে আইএসএফ নেতাদের বৈঠক তৃণমূলের অভিযোগেই সিলমোহর দিল। এদিন বেলার দিকে দক্ষিণ ২৪ পরগনার কুলপির রামকৃষ্ণপুরে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার দফতরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক করে কুলপি ব্লক আইএসএফ। বৈঠকের আগে ওই দফতরের বাইরে থাকা বিজেপির পতাকা, ফেস্টুন, বোর্ড খুলে দেন বিজেপি কর্মীরা। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে এই বৈঠক। তাঁদের অফিসে আইএসএফের এই সভার কথা স্বীকার করে নিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা কুলপির বাসিন্দা কৃত্তিবাস সর্দারও। তিনি মেনে নেন, ওই হল ঘরটি বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার অফিস। তবে এদিনের বৈঠক সম্পর্কে তাঁর কিছু জানা নেই বলেই দাবি করেন তিনি।

ঘটনার পর আইএসএফ-এর কুলপি ব্লক সভাপতি নুর সালাম গাজির সাফাই, বৈঠকের জন্য কোনও হল পাওয়া যাচ্ছিল না। শেষে একটি ট্রাস্টের থেকে হলটি ভাড়া করা হয়। তবে এটা বিজেপির কার্যালয় কিনা তা জানেন না বলেই দাবি করেন তিনি। তৃণমূল কুলপি ব্লক সভাপতি সুপ্রিয় হালদার বলেন, আমরা আগেও বলেছি আইএসএফ-বিজেপির গোপন আঁতাঁত আছে। আজকের ঘটনায় সেই অভিযোগই প্রমাণিত হল।

আরও পড়ুন- ছাত্রযুবদের ব্যান্ড ”জয়ী”র সদস্যদের হাতে মমতার দেওয়া বাদ্যযন্ত্র তুলে দিলেন অরূপ

 

Related articles

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...
Exit mobile version