Monday, August 25, 2025

দেশীয় রাজনীতিতে ফের সরগরম প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু (Navjot Singh Sidhu)। আসলে তিনি যে রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। ১৯৮৮ সালের এক ঘটনার জেরে হাজতবাস করতে হয় প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিধুকে। তিনি এবং তাঁর বন্ধু রুপিন্দর সিং (Rupindor Singh) সাধু রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যাওয়ায় এক বৃদ্ধ মারুতিচালক প্রতি*বাদ করেন। কথা কাটাকাটির সময় গুরনাম সিং নামের ওই বৃদ্ধকে সপাটে থাপ্পড় মারেন সিধু, মাথায় আঘাত পেয়ে মারা যান ওই বৃদ্ধ। সেই মামলায় অভিযুক্ত হন সিধু (Navjot Singh Sidhu)। সেইসময় সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেলেও পরবর্তীতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগে সিধুকে এক বছরের শাস্তি দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু কারাবাসে থাকাকালীন ভাল কাজ করায় ২ মাস কমে শাস্তির মেয়াদ কমে দাঁড়ায় ১০ মাস। অবশেষে সেই সময়সীমা সম্পূর্ণ হওয়ার পর জেল থেকে বেরিয়েই পদ্ম শিবিরকে এক হাত নিলেন সিধু। পাশাপাশি সক্রিয় রাজনীতিতে কামব্যাকের ইঙ্গিতও দিলেন প্রাক্তন ক্রিকেটার।

কারাবাসের মেয়াদ শেষে বাইরে এসেই রাহুল গান্ধীর (Rahul Gandhi)পাশে নভজ্যোৎ সিংহ সিধু। শুক্রবার টুইট করে জেল থেকে ছাড়া পাওয়ার কথা জানিয়েছিলেন সিধু নিজেই। শনিবার দুপুরে পাতিয়ালা সংশোধনাগার থেকে ছাড়া পান পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি। এরপরই দলের প্রতি নিজের দায়িত্ব আর আনুগত্য প্রকাশ করতেই কংগ্রেস কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দেন তিনি। এক সময় বিজেপিতে ছিলেন পরে কংগ্রেসে যোগ দেন। ২০২২ সালে দলীয় প্রতীক নিয়ে অমৃতসর (পূর্ব) বিধানসভা থেকে লড়াই করলেও জিততে পারেননি সিধু। এরপরই ৩৫ বছরের পুরনো এই মামলায় গত বছরের ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এবার জেল থেকে বেরিয়ে নিজেকে কি প্রাসঙ্গিক করতে চাইছেন সিধু, ওয়াকিবহল মহলের একাংশের ধারণা তাই।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version