Wednesday, November 12, 2025

অকাল বর্ষণে ভিজছে বাংলা, আপাতত ব্যাকফুটে ‘কাঠফাটা চৈত্র’

Date:

খাতায় কলমে মাসটা চৈত্র। তবে বাইরের আবহাওয়া বলছে যেন বর্ষাকাল(rainy season)। সকাল থেকেই মুখ ভার আকাশে। ঝড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি আমেজ। সবমিলিয়ে চৈত্রের চিরাচরিত কাঠফাটা রোদ্দুর আপাতত ব্যাকফুটে। আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার(weather) কিছুটা পরিবর্তন হয়ে রোদের দেখা মিলতে পারে।

হাওয়া অফিসে(weather office) পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণ বঙ্গের প্রায় সব জেলাতেই শনিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (minimum temperature) ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত কাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা (maximum temperature) ছিল ২৯.১ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (relative humidity) পরিমাণ ছিল ৯১ শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আপাতত যা পূর্বাভাস, তাতে আগামিকাল সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ এক-দুপশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে রবিবার থেকে ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। কমবে বৃষ্টি। পাল্লা দিতে ফের বাড়তে পারে তাপমাত্রা। সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়ার দেখা মিলবে। এদিকে, বর্তমানে একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত রয়েছে। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অসম, উত্তরপ্রদেশ ও রাজস্থানের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সোমবার উত্তর-পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version