Monday, November 10, 2025

শনিবার, ধর্মতলার মেয়ো রোডের বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর সহ ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও ১ জন হাসপাতালের ট্রম কেয়ারে রয়েছেন।  শনিবার দুর্ঘটনার পর মন্ত্রী অরূপ বিশ্বাস এসএসকেএম হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে আসেন। আহতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। মন্ত্রী জানান, বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:কোটায় ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসুও! ফের বো*মা ফাটালেন উদয়ন


শনিবার, ধর্মতলার মেয়ো রোডে বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় যাত্রিবোঝাই একটি মিনি বাস। বাসটি মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাচ্ছিল। এমন ভাবে রাস্তার উপর উল্টে যায় যে, ভিতরে আটকে পড়া যাত্রীরা বেরোতে পারছিলেন না। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তার পরেও একজন যাত্রী বাসের ভিতরেই আটকে পড়েছিলেন। বাসের সামনের দিক এবং পিছনের দিকের কাচ ভেঙে তাঁকে উদ্ধার করে পুলিশ। বাসের আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে ৪০ নাগাদ ডাফরিন রোড এবং মেয়ো রোডের ক্রসিংয়ের কাছে উল্টে যায় একটি যাত্রিবোঝাই মিনি বাস। বাসটি উল্টে যাওয়ার সময় একটি বাইককে ধাক্কা দেয়। এতে তিন জন মহিলা এবং ১৬ জন পুরুষকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা শুরু হয়।

 

 

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version