Sunday, November 9, 2025

ত্বক ভালো রাখতে অভিনব টিপস! মেয়েদের বিশেষ পরামর্শ মানেকা গান্ধীর

Date:

মেয়েদের ত্বক ভালো রাখতে এবার অভিনব পরামর্শ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি (BJP) নেত্রী মানেকা গান্ধী (Maneka Gandhi)। যা শুনলে রীতিমতো চমকে উঠবেন। এভাবেও ত্বক (Skin) ভালো রাখাঁ যায়? সম্প্রতি মানেকা গান্ধীর এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশের এক সভায় উপস্থিত হয়েছেন মানেকা। সেখানে তিনি বলেছেন, গাধার দুধ (Milk of Donkey) থেকে তৈরি সাবান মেয়েদের ত্বককে সুন্দর রাখে। আর বিজেপি নেত্রীর এমন মন্তব্যের পরই নেটদুনিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

মানেকা গান্ধী নিজের যুক্তির সপক্ষে এদিন মিশরের রানি ক্লিওপেট্রার (Queen Cleopatra) তুলনা টেনে জানান, ক্লিওপেট্রাও নাকি গাধার দুধ দিয়ে স্নান করতেন। তাঁর সৌন্দর্যের আসল রহস্য লুকিয়ে ছিল গাধার দুধেই। তিনি আরও জানিয়েছেন, দিল্লিতে গাধার দুধ দিয়ে তৈরি একটি সাবানের দাম পাঁচশো টাকা। আমরাও এমন সাবান তৈরি করতে পারি। লাদাখের (Ladakh) এক উপজাতিও এই সাবান তৈরির কাজ করে। গাধার দুধ থেকে তৈরি সাবান নাকি ত্বকের আর্দ্রতা ধরে রাখে, ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এবং ত্বককে নরম রাখে বলেই জানিয়েছেন মানেকা।

তবে এর আগেও একাধিকবার পশুহত্যার বিরুদ্ধে সরব হয়েছেন মানেকা। পশুপ্রেমী হিসাবে তাঁর যথেষ্ট সুখ্যাতিও রয়েছে দেশে। সেকারণে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন তিনি। আর আচমকা এমন মন্তব্য করে কার্যত বিপাকে পড়েছেন মানেকা। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version