Tuesday, November 11, 2025

মিড ডে মিলের রিপোর্ট: যুক্তরাষ্ট্রীয় রীতি লঙ্ঘন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ব্রাত্যর

Date:

Share post:

বাংলার প্রতি বঞ্চনা আর মিথ্যে অভিযোগ তুলে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর সেই রিপোর্টে রাজ্যের ত্রুটি বেশি মিলছে না। কিন্তু রিপোর্ট পেশের সময় রীতি মানছে কি তারা! এই অভিযোগ তুলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিদের পরিদর্শনের পরে রাজ্যকে না জানিয়েই একতরফা রিপোর্ট পেশ করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় নীতি এবং আদর্শ জলাঞ্জলি দেওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন ব্রাত্য।

সোমবার এই নিয়ে ট্যুইট করেছেন শিক্ষামন্ত্রী। লিখেছেন,
“কেন্দ্র এবং রাজ্যের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে, যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকেন। ১৩তম জয়েন্ট রিভিউ মিশন এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে মিড ডে মিল পরিদর্শন করে একটি রিপোর্ট জমা দিয়েছে। আশ্চর্যের বিষয়, ওই রিপোর্টে রাজ্য সরকারের প্রতিনিধি মিড ডে মিল প্রকল্পের রাজ্য অধিকর্তার স্বাক্ষর থাকা তো দূর, রিপোর্টে কী আছে তাও জানানো হয়নি তাঁকে। শিক্ষামন্ত্রী জানান, ১৩তম জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে এ বিষয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। চিঠির উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিনিধিদলের রিপোর্ট পেশের এই ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করেছেন ব্রাত্য। তাঁর মন্তব্য, সংবিধান স্বীকৃত কেন্দ্র-রাজ্য সম্পর্ক যে কেন্দ্রীয় সরকার নিত্য লঙ্ঘন করে থাকে, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।“

spot_img

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...