Sunday, December 28, 2025

মিড ডে মিলের রিপোর্ট: যুক্তরাষ্ট্রীয় রীতি লঙ্ঘন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ ব্রাত্যর

Date:

Share post:

বাংলার প্রতি বঞ্চনা আর মিথ্যে অভিযোগ তুলে দফায় দফায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর সেই রিপোর্টে রাজ্যের ত্রুটি বেশি মিলছে না। কিন্তু রিপোর্ট পেশের সময় রীতি মানছে কি তারা! এই অভিযোগ তুলে স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে জয়েন্ট রিভিউ মিশনের প্রতিনিধিদের পরিদর্শনের পরে রাজ্যকে না জানিয়েই একতরফা রিপোর্ট পেশ করা হয়েছে বলে অভিযোগ। প্রতিবাদে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো গর্জে উঠলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কেন্দ্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় নীতি এবং আদর্শ জলাঞ্জলি দেওয়া নিয়ে তীব্র আক্রমণ করেন ব্রাত্য।

সোমবার এই নিয়ে ট্যুইট করেছেন শিক্ষামন্ত্রী। লিখেছেন,
“কেন্দ্র এবং রাজ্যের যে কোনও যৌথ প্রকল্পেই জয়েন্ট রিভিউ মিশন থাকে, যাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকেন। ১৩তম জয়েন্ট রিভিউ মিশন এবছর জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুলে মিড ডে মিল পরিদর্শন করে একটি রিপোর্ট জমা দিয়েছে। আশ্চর্যের বিষয়, ওই রিপোর্টে রাজ্য সরকারের প্রতিনিধি মিড ডে মিল প্রকল্পের রাজ্য অধিকর্তার স্বাক্ষর থাকা তো দূর, রিপোর্টে কী আছে তাও জানানো হয়নি তাঁকে। শিক্ষামন্ত্রী জানান, ১৩তম জয়েন্ট রিভিউ মিশনের চেয়ারম্যানকে এ বিষয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন তিনি। চিঠির উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিনিধিদলের রিপোর্ট পেশের এই ঘটনায় গভীর উদ্বেগপ্রকাশ করেছেন ব্রাত্য। তাঁর মন্তব্য, সংবিধান স্বীকৃত কেন্দ্র-রাজ্য সম্পর্ক যে কেন্দ্রীয় সরকার নিত্য লঙ্ঘন করে থাকে, এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ।“

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...

বছরের শেষ রবিবারে পিকনিক মুডে বাংলা, ভিড় বাড়ছে চিড়িয়াখানায়-ইকোপার্ক -ভিক্টোরিয়ায়

হাতে আর মাত্র তিন দিন, তারপরেই বিদায় জানাতে হবে ২০২৫-কে। চলতি বছরের এটাই শেষ রবিবার। তাই ছুটির মেজাজে...