Sunday, November 16, 2025

গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

Date:

গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। চলতি সপ্তাহেই ৪ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে চারজনকে তলব করা হয়েছে।সিবিআইয়ের দাবি, এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশ ছিল এই কাস্টমস অফিসারদের। তাদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত। সিবিআই চার্জশিটে এমনই উল্লেখ করা হয়েছে।
এর আগেও গরু পাচার মামলায় একাধিক বিএসএফ কর্তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।বর্তমানে তিহার জেলে আছেন অনুব্রত। তাঁর সঙ্গে এনামুল হকের যোগ খুঁজতে তদন্ত করছে সিবিআই।
এরই পাশাপাশি, সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আবদুল লতিফও। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুলের হকের সঙ্গে কী চুক্তি হয়েছিল অনুব্রত মণ্ডলের সেটাই খোঁজার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করেছে সিবিআই।তাদের অভিযোগ, বীরভূম থেকে পাচারকারীদের নির্বিঘ্নে গরু পাচারের জন্য সেফ করিডোর করে দেওয়া হত। সেই সেফ করিডোর করে দেওয়ার জন্য রাজনৈতিক প্রভাবশালী অনুব্রত মণ্ডলকে মোটা অঙ্কের টাকা পৌঁছে দিত পাচারকারীরা। সীমান্ত পেরিয়ে গরু পাচারের জন্য প্রশাসনিক আধিকারিকদের যোগসূত্র খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা। সেকারণেই কাস্টমসের অফিসারদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগ থাকার অভিযোগে সিউড়ি থানার আইসিকে তলব করেছিল ইডি। শনিবার প্রায় ৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু উত্তরে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী অফিসাররা।বয়ানে অসঙ্গতি থাকার কারণে ফের তলব করা হয়েছে তাঁকে।সিবিাইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের আইনি লড়াইয়ের জন্য আর্থিক জোগান দিতেন ওই পুলিশ অফিসার।এমনকী, মহম্মদ আলির শ্বশুরবাড়ির সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাদ করতে চান তদন্তকারীরা।

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version