Sunday, November 16, 2025

লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

Date:

১৩ মে ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসার কথা রয়েছে বলিউড তারকা সলমান খানের। আর এদিন সেই কারণেই ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করে গেলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা এবং সলমান খানের টিম। সলমান খানের সঙ্গে এই অনুষ্ঠানে থাকতে পারেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা , জ্যাকলিন ফার্নান্ডেজ-সহ অনেক, এদিন এমনটাই জানান হল ওই ইভেন্ট ম‍্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে।

শতবর্ষের অনুষ্ঠান করোনার জন্য সেভাবে বড় করে করা সম্ভব হয়নি। তবে এবার বড় অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে লাল-হলুদ ক্লাব। সমর্থকদের জন‍্য এই উদ্দ‍্যোগ লাল-হলুদ কর্তাদের। শোনা যাচ্ছে, শুধু ক্লাবে এসে অনুষ্ঠান করাই নয়, ক্লাব ঘুরে দেখারও পরিকল্পনা রয়েছে বলিউডের ভাইজানের। সোমবার কর্তাদের অনেকেই ক্লাবে ছিলেন না। শহরের বাইরে রয়েছেন তারা। তবে সলমানের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে ক্লাব ঘুরিয়ে দেখান ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। যদিও এই অনুষ্ঠানের ব্যাপারে এখনই মুখ খুলতে নারাজ কর্তারা। তবে তৎপরতা দেখে মনে করা হচ্ছে, ১৩ মে সলমান খানের লাল-হলুদ ক্লাবে আসা একপ্রকার নিশ্চিত।

মাঠ ঘুরে দেখার পাশাপাশি নিরাপত্তা জনিত বিষয়ও খুটিয়ে দেখেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্তারা। কলকাতায় সলমান খানের অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ আসবেন। তার সঙ্গে বলিউডের অন্য তারকারা এলে জায়গা দিতেও হিমশিম খেতে হবে কর্তাদের। সেই জন্যই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন তাঁরা।

 

এর আগে অক্ষয় কুমার ও সোনাক্ষি সিনহাকে নিয়ে এসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেইসময় তাদের নিয়ে দারুণ উন্মাদনা তৈরি হয়েছিল। এবারও সেই উৎসব-উন্মাদনা আরও কিছুটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:ফেডারেশনের বিবৃতি, প্রকাশ্যে ক্ষমা চাইল কেরালা ব্লাস্টার্স

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version