Saturday, November 15, 2025

পড়ুয়াদের পড়ানো যাবে না মুঘল ইতিহাস! যোগীর নির্দেশে বড় বদল সিলেবাসে

Date:

যোগীরাজ্যে (Yogi State) আর পড়ানো যাবে না মুঘলদের ইতিহাস (Mughal History)। হ্যাঁ, এমনই বড় পদক্ষেপ নিল যোগী আদিত্যনাথ সরকার (Yogi Adityanath Government)। উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা মুঘল সম্রাটদের ইতিহাস আর পড়বে না বলে জানা যাচ্ছে। আর উত্তরপ্রদেশ সরকারের এমন সিদ্ধান্ত ইউপি বোর্ড (Uttar Pradesh Board) ও সিবিএসই (CBSE) উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে। আর যোগী সরকারের এমন সিদ্ধান্তের পরই শুরু হয়েছে নয়া বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করেছে এভাবে আর কতদিন যোগী আদিত্যনাথের ‘তুঘলকি’ শাসন চলবে? এতে আখেরে ক্ষতি হচ্ছে যুব সমাজের।

শিক্ষা দফতর সূত্রে খবর, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে, এনসিইআরটি (NCERT) দ্বাদশ শ্রেণীর বইয়ের ভারতীয় ইতিহাস-২ এর কিছু বিষয় থেকে মুঘল দরবার এবং শাসক সম্পর্কিত পাঠ্যটি সরিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আকবরনামা, বাদশাহনামা, পাণ্ডুলিপির রচনা, মুঘল সম্রাট ও তাদের সাম্রাজ্য, আদর্শ রাষ্ট্র, উপাধি, রাজকীয় আমলাতন্ত্র, রাজপরিবার, তথ্য ও সাম্রাজ্য, মুঘল অভিজাততন্ত্র এবং আনুষ্ঠানিক ধর্ম শেখানো হতো। কিন্তু তা আর দীর্ঘমেয়াদি হল না। তবে শুধু দ্বাদশ শ্রেণীই নয়, কোপ পড়েছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের উপরেও। একাদশ শ্রেনীর ইতিহাস বই থেকে ইসলামের উত্থান, শিল্প বিপ্লব, সংস্কৃতির সংঘর্ষ এবং সময়ের সূচনা বাদ দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি নাগরিক বিজ্ঞান বই থেকে ঠান্ডা যুদ্ধ এবং আমেরিকান আধিপত্যের পাঠ মুছে ফেলা হয়। তবে কংগ্রেসের শাসন, সোস্যালিস্ট পার্টি, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, বিজেপির কথাও উল্লেখ করা হয়েছে এই পাঠ্যবইতে। এদিকে ডেমোক্র্যাটিক পলিটিকস ২ বই থেকে পপুলার স্ট্রাগলস অ্যান্ড মুভমেন্ট, ডেমোক্র্যাসি অ্যান্ড ডাইভার্সিটির মতো চ্যাপ্টারকেও বাদ দেওয়া হচ্ছে দশম শ্রেণির বই থেকে।

তবে এই প্রথম নয়, এর আগেও এমন নিদর্শন দেখিয়েছে যোগী সরকার। দ্বাদশ শ্রেণির নাগরিক বিজ্ঞানের বই থেকে আমেরিকান আধিপত্য ও ঠান্ডা যুদ্ধ সম্পর্কিত লেখাটি মুছে ফেলা হয়েছে আগেভাগেই। এছাড়া স্বাধীন ভারতে রাজনীতির বই থেকে এক দলের আধিপত্য ও গণআন্দোলনের উত্থানের সময়কাল মুছে ফেলা হয়। উল্লেখযোগ্যভাবে, এর আগেও মুঘলদের নামে নামকরণ করা অনেক জায়গার নাম পরিবর্তন করেছে যোগী সরকার।

 

 

 

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version