Thursday, August 28, 2025

মুখ ঢেকে উত্তরবঙ্গে মুর্শিদাবাদের ছেলেটা ! ঘণ্টাখানেকে শুরু অরিজিতের কনসার্ট

Date:

কলকাতা (Kolkata)কাঁপিয়েছেন, আইপিএল -এর (IPL 2023) উদ্বোধনী মঞ্চ মাতিয়েছেন এবার উত্তরে নিজের সুরেলা মেজাজ ছড়িয়ে দিতে ইতিমধ্যেই উত্তরবঙ্গে অরিজিৎ সিং (Arijit Singh)। মুর্শিদাবাদ হোক কিংবা মায়ানগরী, সর্বত্রই অরিজিতের অবাধ বিচরণ। বাংলার ছেলেটা বরাবরই মাটির সঙ্গে মিশে থাকতে ভালবাসেন। তাই পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে পারার উন্মাদনাই আলাদা। এবার অরিজিতের শো শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে (Kanchenjunga Stadium in Siliguri)। ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে এই কনসার্ট (Music Concert)।

অনুষ্ঠান করতে সোমবার মধ্যরাতে শিলিগুড়ি পৌঁছন অরিজিৎ। অনেকেই ভেবেছিলেন প্লেনে করেই গন্তব্যে পৌঁছে যাবেন গায়ক। কিন্তু তিনি যে মাটির মানুষ। অবসরে সাইকেল বাইক নিয়ে জিয়াগঞ্জের রাস্তায় ঘুরে বেড়ান। সেই ছেলের পা সবসময় মাটিতেই থাকে। তার প্রমাণ মিলেছে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিওতে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা গেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে (New Jalpaiguri Station) রাত আড়াইটে নাগাদ একটি দূরপাল্লার ট্রেন পৌছয়। ট্রেনের দরজায় দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, যাঁর পরনে জলপাই রঙা মাথা ঢাকা হুডি,মুখে মাস্ক। তিনিই কি অরিজিৎ সিং? উত্তর মেলার আগেই মধ্যরাতেও ঝিলিক দিচ্ছে মোবাইলের ফ্ল্যাশ, স্টেশন জুড়ে অনুরাগীদের ভিড়।

কনসার্টের আয়োজক তোচন ঘোষ অবশ্য অরিজিতের ট্রেনসফরের বিষয়টিতে সিলমোহর দিয়ে জানান, অরিজিৎ জিয়াগঞ্জ থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেসে (Tista Torsa Express) চড়ে গতকাল রাত্রেই শিলিগুড়ি এসেছেন । আজ বিকেলের পর থেকেই অনুষ্ঠান মঞ্চের ধারে কাছে তিল ধারণের জায়গা থাকবে না বলেই অনুমান আয়োজকদের। ১৩ হাজার মানুষের বসার জায়গার মধ্যে এর ১২ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে বাকি টিকিট বিক্রি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। এবার অরিজিতের সুরের নেশায় মাতবে পাহাড় !

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version