Monday, November 10, 2025

প্রকৃত রাষ্ট্রনায়ক, উদার মন: ফের মোদির প্রশংসায় পঞ্চমুখ গুলাম নবি

Date:

দেশ রসাতলে যাক কিন্তু নরেন্দ্র মোদির(Narendra Modi) প্রশংসা থেকে পিছু হঠতে নারাজ কংগ্রেস ত্যাগী গুলাম নবি আজাদ(Gulam Navi Azad)। কংগ্রেসে(Congress) থাকাকালীন একদা তীব্র মোদি বিরোধী মুখ এখন মোদি প্রশংসায় পঞ্চমুখ। আর সেটাও এমন একটা সময়ে যখন হিন্ডেনবার্গ নিয়ে অস্বস্তি, বিবিসির তথ্যচিত্র, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারে গোটা দেশে মুখ পুড়েছে মোদির সরকারের। এমন সময়েই নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভরিয়ে গুলাম নবি আজাদের (Ghulam Nabi Azad) দাবি মোদি প্রকৃত রাষ্ট্রনায়ক, প্রতিহিংসাপরায়ণ নয় উদার মনের মানুষ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রাক্তন কংগ্রেস নেতা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ করেন, নাগরিকত্ব সংশোধনী আইন, ৩৭০ ধারা বাতিল, হিজাব-এর মত ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা করেছেন। এমনকী তীব্র আক্রমণে বিদ্ধ করেছেন খোদ মোদিকে। কিন্তু প্রধানমন্ত্রী কখনও তাঁকে পাল্টা আক্রমণ করেননি। আজাদের কথায়, “মোদিকে কৃতিত্ব দেব, একাধিক ইস্যুতে আমি তাঁর বিরুদ্ধে সরব হলেও তিনি উদার মনোভাবের পরিচয় দিয়েছেন। অবশ্যই তাঁকে কৃতিত্ব দিতে হবে, তিনি একজন রাষ্ট্রনায়কের মতো আচরণ করেছেন, প্রতিশোধ নেননি।”

উল্লেখ্য, মোদি ও আজাদের সখ্যতা প্রকাশ্যে উঠে এসেছিল সংসদে গুলাম নবি আজাদের শেষ দিনে। সেদিন বিরোধী সাংসদ আজাদের শেষদিনে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন মোদি। ২০২১ সালেও অবশ্য মোদির প্রশংসা করতে দেখা যায় আজাদকে। সেবার তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে নিজের সাধারণ জীবনযাপনের অতীতকে অকপটে বলতে পারেন তা প্রশংসনীয়। এদিকে গত বছরের আগস্ট মাসে কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ ছাড়েন আজাদ। পদত্যাগপত্রে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কড়া সমালোচনাও করেছিলেন তিনি। এই ঘটনায় কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্য ছিল, ব্যক্তিগত স্বার্থেই মোদির প্রশংসায় মেতেছেন আজাদ।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version