Saturday, November 8, 2025

মিছিলে অশা*ন্তি হলে দায় আয়োজকদের, হনুমান জয়ন্তীতে ক*ড়া নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রামনবমীকে কেন্দ্র করে হাওড়ার (Howrah), রিষড়ায় সহ রাজ্যের। বিভিন্ন জায়গায় হিংসা ও অশান্তির ঘটনা ঘটেছে। রাজ্যের শাসক দলের তরফে সবক্ষেত্রেই অভিযোগের তির গিয়েছে বিজেপির দিকে। হাওড়াকাণ্ডে কড়া হাতে অশান্তির মোকাবিলা করেছে পুলিশ প্রশাসন। হাওড়াকাণ্ডে একাধিক গ্রে*ফতারের ঘটনাও ঘটেছে। ধৃতদের প্রত্যেকের বিজেপি যোগ স্পষ্ট। এই অশান্তির আবহতেই এবার হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)পালনের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (Biswa Hindu Parisada)সহ বেশ কয়েকটি সংগঠন। যা নিয়ে বাংলার বুকে নতুন করে অশনি সঙ্কেত তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেভাগেই হুঁশিয়ারি দিয়েছেন, রামনবমীর মতো যেন হনুমান জয়ন্তীতে কোনও অশা*ন্তি না হয়। অশা*ন্তি পাকালে তা বরদাস্ত করা হবে না। মিছিল, শোভাযাত্রা করার অধিকার নিশ্চয় আছে, কিন্তু তাকে সামনে রেখে দা*ঙ্গা করার অধিকার কারও নেই।

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার হনুমান জয়ন্তী। পরের দিনই আবার গুড ফ্রাই ডে। সেদিন আবার পবিত্র রমজানের একটি জুম্মা বার। ফলে একটা অশান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটি জনস্বার্থ মামলার রায়ে কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, হনুমান জয়ন্তীর মিছিলে অশান্তি হলে দায় সেই শোভাযাত্রার আয়োজকদের।

হাওড়া ও হুগলিতে রামনবমীতে হওয়া মিছিলে অশান্তির ঘটনার পুনরাবৃত্তি আটকাতে সক্রিয় কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার ওই জনস্বার্থ মামলায় হনুমান জয়ন্তী নিয়ে একাধিক নির্দেশ দেয় আদালত। প্রয়োজন হলে হনুমান জয়ন্তী পালনে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতেও বলা হয়েছে রাজ্যকে। আধা সামরিক বাহিনী দিয়ে হনুমান জয়ন্তীর মিছিলে নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে আদালত জানিয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নেতা-মন্ত্রী বা সাধারণ মানুষ জনসমক্ষে কোনওরকম উস্কানিমূলক মন্তব্য করতে পারবেন না। যারা হনুমান জয়ন্তীর মিছিল পালন করবেন, তাঁদের মুচলেকা দিয়ে বলতে হবে কোনও অশান্তি হলে সেই সংগঠন বা মিছিল আয়োজকরা দায়ী থাকবেন বলেও জানিয়েছে আদালত।

হাইকোর্টের আরও নির্দেশ, হনুমান জয়ন্তীর মিছিলের রুট ঠিক করবে পুলিশ। যেসব জায়গায় ১৪৪ ধারা জারি আছে সেখানে কোনওরকম মিছিল করা যাবে না। মিছিলে কত সংখ্যক মানুষ থাকবেন সেই অনুমতিও দেবে পুলিশ।

 

spot_img

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...