Sunday, November 9, 2025

হনুমান জয়ন্তীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে রাজ্যগুলিকে পরামর্শ স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

রামনবমীর(Ramnavami) পর আগামী বৃহস্পতিবার হনুমান জয়ন্তীকে(Hanuman Jayanti) কেন্দ্র করে ফের অশান্তির আশঙ্কা তৈরি হয়েছে দেশে। এহেন পরিস্থিতিতে রাজ্যগুলিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একগুচ্ছ নির্দেশিকা পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)। কেন্দ্রের তরফে পাঠানো নির্দেশিকায় সেই সমস্ত বিষয়ের উপর নজর রাখতে বলা হয়েছে যার জেরে অশান্তির পরিস্থিতি তৈরি হয়।

 

উল্লেখ্য, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে দেশের একাধিক জায়গায় সাম্প্রদায়িক অশান্তির পরিস্থিতি তৈরি হয়। সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটে বাংলা ও বিহারে। এই দুই রাজ্যেই হিংসার বিস্তারিত রিপোর্ট ইতিমধ্যেই তলব করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এই পরিস্থিতিতে হনুমান জয়ন্তীকে মাথায় রেখে রাজ্যগুলির আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে সেদিকে কড়া নজর রাখার নির্দেশ দিয়েছে শাহের দফতর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ বিষয়ে টুইট করে জানানো হয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নিজ রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে, উত্সবের সময় শান্তি বজায় রাখতে এবং সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন সমস্ত বিষয়ের উপর নজর রাখতে বলা হচ্ছে।

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version