Wednesday, December 17, 2025

দেশে ঊর্ধ্বমুখী কো.ভিড সংক্রমণ ! একলাফে ৫ হাজারের গণ্ডি পার

Date:

চিন্তা ধরাচ্ছে কোভিড। লাফিয়ে বাড়ছে দেশের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৫,৩৩৫। বুধবার দেশে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৪ হাজারের গণ্ডি পার করে গিয়েছিল।আজ তা একলাফে ২০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন:Malaika-Arjun News : বিয়ের কথা স্বীকার বলিউডের ‘মুন্নির, অর্জুনের সঙ্গে মালাবদল কবে!

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড সংক্রমণ থেকে ৪২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীতে কেউ প্রাণ হারাননি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা।

২৩ সেপ্টেম্বরের পর ৫ হাজারের নীচে নেমে গিয়েছিল। তার পর থেকে তা কমতে শুরু করে। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে তা ফের বাড়তে শুরু করেছে। দৈনিক সংক্রমণ বাড়তে থাকায় দেশে সক্রিয় রোগীর সংখ্যা ফের বাড়তে শুরু করেছে। দেশে এখন সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা হয়েছে ২৫ হাজার ৫৮৭ জন।যদিও গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮২৬ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে, রাজধানীতে কোভিড সংক্রমণের সংখ্যা হু হু করে বাড়ছে। মঙ্গলবার দিল্লিতে কোভিড সংক্রমণের হার ছিল ১৫.৬৪ শতাংশ। ২৪ ঘণ্টার মধ্যেই সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬.৫৪ শতাংশে।যা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতি আগে থেকেই সামাল দিতে দিল্লির হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। পাশপাশি ওষুধপত্র এবং অক্সিজেনের ব্যবস্থাও করা হয়েছে।কীভাবে রাজধানীতে কোভিড নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে সমাধান সূত্র খুঁজছে চিকিৎসকমহল।

 

 

Related articles

টাকা দিয়েও মিলবে না খাবার! কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীতে মধ্যরাতে বিক্ষোভে ছাত্রীরা

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় সরকারের আর্থিক জালিয়াতির অভিযোগ এবার ক্যান্টিনের খাবারে। টাকা নিয়েও ক্যান্টিনে (canteen) খাবার না দেওয়ার নিদান...

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...
Exit mobile version