Tuesday, November 11, 2025

আপাতত অপরিবর্তিত রইল রেপো রেট।  বৃহস্পতিবার সকালে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে এমনটাই জানাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, বর্তমান অর্থনীতির পরিস্থিতি মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষ, অর্থাৎ ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আসল প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলেই পূর্বাভাস দেওয়া হয়েছে। রেপো রেট অপরিবর্তিত রাখার ফলে আপাতত ঋণের হার বাড়বে না বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন:ফের রেপো রেট বৃদ্ধির পথে RBI, বাড়বে EMI-এর বোঝা


রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, অর্থনীতিতে চলমান পুনরুজ্জীবন ধরে রাখতে আমরা ঋণের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছি, তবে প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেব। এমপিসি আপাতত সর্বসম্মতিক্রমে এটিকে ৬.৫০ শতাংশে বজায় রেখেছে।

আরবিআই গভর্নর আরও জানিয়েছেন, ২০২৩-২৪ সালে প্রকৃত জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে। এদিকে ২০২২-২৩ অর্থবর্ষে দেশের প্রকৃত জিডিপি ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে থাকতে পারে বলে জানান শক্তিকান্ত দাস। তাঁর কথায়, “গত অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে প্রবৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। এরপর দ্বিতীয় ত্রৈমাসিকে তা ছিল ৬.২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে সেই হার হয় ৬.১ শতাংশ এবং শেষ ত্রৈমাসিকে তা ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়ায়।”

 

 

Related articles

বুকে সংক্রমণ: লীলাবতী হাসপাতালে ভর্তি করা হল প্রবীণ অভিনেতা প্রেম চোপড়াকে

বলিউডে সম্প্রতি যেন বিয়োগের গেরো। একদিকে ইন্ডাস্ট্রির হি-ম্যান ধর্মেন্দ্র সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। অন্যদিকে বুকে সংক্রমণ নিয়ে হাসপাতালে...

রাজধানীর নিরাপত্তায় এত খামতি! স্বরাষ্ট্র মন্ত্রককে তোপ অভিষেকের

রাজধানীর নিরাপত্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই রাজধানী দিল্লিতে প্রাণখুলে বাঁচতে চাওয়া মানুষকে নিরাপত্তা দেওয়া নিয়ে বারবার উঠেছে প্রশ্ন...

বিস্ফোরক ধরা পড়তেই তড়িঘড়ি প্ল্যান-বি! দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী হামলার তত্ত্বের সন্দেহ

ধীরগতিতে চলা আই-টোয়েন্টি গাড়ি। তার সূত্র ধরেই দিল্লি বিস্ফোরণের জট ছাড়ানোর চেষ্টায় দেশের একাধিক এজেন্সি। প্রায় ১০০টি সিসিটিভি...

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny...
Exit mobile version