Monday, November 10, 2025

৪২ হাজারি বেতনভোগী মাছি মারা কেরানির DA আবদার! চিরকুটে চাকরি নয় তো?

Date:

সোমনাথ বিশ্বাস

ইন্টারনেট-কম্পিউটারের যুগে এখনও বহু সরকারি দফতরে বহাল তবিয়তে চাকরি করছেন স্টেনো টাইপিস্টরা। না, এতে অন্যায় কোনও নেই। নেই বেআইনি কিছু। কারণ, তাঁরা যে সময়ে চাকরিতে ঢুকে ছিলেন, তখন স্টেনো টাইপিস্ট যুগ ছিল। যুগের সঙ্গে তাল মিলিয়ে অনেকেই স্টেনো টাইপিস্ট থেকে কম্পিউটার অপারেটর হয়েছেন। আবার অনেকে নিজেকে যুগের সঙ্গে বদলাতে পারেননি নিজেকে। স্টেনো টাইপের ব্যবহার উঠে গেলেও সপদে বহাল রয়েছেন তাঁরা। যেখানে কাজ কম, আড্ডা, বাতেলা বেশি। নিজেদের পাওনাগণ্ডা বুঝে নেওয়া, অন্যদের প্ররোচনা দেওয়াই কাজ।

এমনই এক মাছি মারা কেরানির সন্ধান পেয়েছে বিশ্ববাংলা সংবাদ। নাম তাপস পাল, স্টেনো টাইপিস্ট। কলকাতা পৌরসংস্থায় কর্মরত এই তাপসবাবু। বাম জমানায় চাকরি পাওয়া তাপস পাল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন DA আন্দোলনকারী বা আন্দোলনের সমর্থক। যিনি DA নিয়ে সরব। তাই গত, ১০ মার্চ ধর্মঘটকে সমর্থন জানিয়ে দফতরে আসেননি।

রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি ৯ মার্চ বিজ্ঞপ্তি জারি করে নবান্নের নির্দেশ ছিল, অফিসে না এলে কেটে নেওয়া হবে একদিনের বেতন। সেইমতো ধর্মঘটে সামিল হওয়ার খেসারত দিতে হয়েছে পৌরকর্মী তাপস পালকে। তাঁর একদিনের বেতন কেটে নেওয়া হয়েছে।

আজকের দিনে স্টেনো টাইপিস্ট পদে কর্মরত মাছি মারা কেরানি তাপস পালের বেতন কত জানেন? মাস পড়লেই তাপসবাবুর ব্যাঙ্ক একাউন্টে ৪২ হাজার টাকা ঢুকিয়ে দেয় রাজ্য সরকার। এখন আবার সঙ্গে আরও ৩ শতাংশ DA. করোনা কালে আবার বাড়িতে বসেই সেটা নিয়মিত পেয়েছেন তাপসবাবু। সেই সময় পৌরসভার জরুরি পরিষেবায় তাঁকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামতে হয়নি, বাড়ি বসেও করতে হয়নি ‘ওয়ার্ক ফর্ম হোম’, কারণ তিনি মাছি মারা কেরানি। ঘরে বসে বসে লকডাউন উপভোগ করেছেন।

নবান্নের (Nabanna) নির্দেশ অমান্য করায় এবার তাপস পালকে (Tapas Paul) সার্ভিস ব্রেকের (Service Break) নোটিশ ধরিয়েছে তাঁর দফতর। যেখানে অফিস ফাঁকি মারার জন্য তাঁর একদিনের বেতন ১৬১৯ টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থ দফতরের নির্দেশিকা অমান্য করার জন্য তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কলকাতা পৌরসংস্থা (KMC)।

আজকের যুগে যেখানে ইন্টারনেট (Internet), কম্পিউটার (Computer), ল্যাপটপের (Laptop) যুগ। সেখানে রাজ্য সরকারকে তাপস পালের মতো স্টেনো টাইপিস্টকে ৪২ হাজার টাকা বেতনে পুষতে হচ্ছে। প্রশ্ন উঠছে, এইসব মাছি মারা কেরানিদের আদৌ কি চাকরি করার নৈতিকতা আছে? আইনে হয়তো মাছি মারা কেরানিদের চাকরি কেড়ে নেওয়া যাবে না, কিন্তু অন্য কাজে কি এঁদের লাগানো যায় না? নাকি মোটা বেতন দিয়ে বাম আমলের এইসব বোঝা এখনও বয়ে চলবে রাজ্য সরকার! খুঁজলে দেখা যাবে তাপসবাবুর মতো মাছি মারা কেরানিরা কোনও কমরেডের হাত ধরে যোগ্যদের বঞ্চিত করে চিরকুটে চাকরি পেয়েছিলেন! তাপসবাবু, আপনার চাকরিটা চিরকুটে নয় তো?

 

 

 

Related articles

শিলিগুড়ির মহাকাল মন্দিরের ট্রাস্ট গঠন মুখ্যমন্ত্রীর, মুখ্যসচিবের নেতৃত্বে থাকছেন কারা!

অক্টোবরে উত্তরবঙ্গে গিয়েই জানিয়েছিলেন শিলিগুড়িতে হবে সবচেয়ে বড় মহাকাল মন্দির (Mahakal Temple)। সেই মতো ট্রাস্ট গঠন করে দিলেন...

বিশ্বমঞ্চে সম্মানিত বাংলার মুখ্যমন্ত্রী, মমতাকে D’Litt উপাধি দিচ্ছে জাপানের বিশ্ববিদ্যালয়

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরে এবার জাপানের (Japan) একটি বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি’লিট পাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মি টু! সিনে দুনিয়ার ভয়ঙ্কর কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন রেণুকা সাহানে

রবিবার মানেই জনপ্রিয় ফ্যামিলি ড্রামা 'হাম আপকে হ্যায় কৌন'। আর সেই ছবি মানেই রেণুকা সাহানে (Renuka Shahane)। কিন্তু...

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু...
Exit mobile version