Wednesday, May 7, 2025

‘বিজেপি ভোটব্যাঙ্কের রাজনীতি করে না’। ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবসে বিরোধীদের ঠিক এভাবেই তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে দলের সদর দফতরে প্রধানমন্ত্রী দলের কর্মকর্তাদের সামনে বিজেপির জন্মদিবসের দিন আরও একবার কংগ্রেসকে পরিবারতন্ত্রের তিরে বিদ্ধ করেন। খোঁচা দিয়ে তিনি বলেন, কংগ্রেস মানেই পরিবারতন্ত্র।

আরও পড়ুন:শহিদ মিনারের ফাঁকা মঞ্চে একটি কাক, ঝাঁজ কমছে DA আন্দোলনের
এদিন প্রধানমন্ত্রী বলেন, সাত বছরের মাথায় বিজেপি পঞ্চাশে পা দেবে। এখন থেকেই নতুন বিজেপি গড়ে তোলার কাজ শুরু করতে হবে পার্টিকে। তাঁর বক্তব্য, বিজেপি যত বড় হচ্ছে, বিরোধীদের আক্রমণ, মানুষকে বিভ্রান্ত করার প্রবণতা ততই বাড়ছে। পার্টির কাজ হবে বিরোধীদের প্রতিটি সমালোচনার জবাব দেওয়া।

পরিবারতন্ত্র নিয়ে প্রধানমন্ত্রী মুলত কংগ্রেসকে নিশানা করলেও বাকি বিরোধীদেরও খোঁচা দিতে ছাড়েননি মোদি। তিনি বলেন, ‘কংগ্রেস সহ বিরোধীদের রাজনৈতিক সংস্কৃতি সংকীর্ণ’। তাদের বিরুদ্ধে বিজেপির লড়াই চলবে।

পাশাপাশি, হনুমানজয়ন্তীর দিনে হনুমানের সঙ্গে দলের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রের মতো মহাশক্তির মোকাবিলা করতে আগের থেকে অনেক বেশি প্রস্তুত দেশ। হনুমান জি নিজের জন্য কিছুই করেন না, অন্যের জন্য সবকিছু করেন। যখন হনুমানজিকে রাক্ষসগণের মুখোমুখি হতে হয়েছিল, তিনি খুব কঠোর হয়েছিলেন, একইভাবে ভারতে আইন ও দুর্নীতির ক্ষেত্রে বিজেপি কঠোর হয়ে ওঠে। এমন কোনও কাজ নেই যা পবনপুত্র করতে পারেন না, বিজেপিও একই অনুপ্রেরণা নিয়ে মানুষের সমস্যার সমাধানে নিযুক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে বিজেপির প্রধান কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তাও দেন তিনি।

 

 

Related articles

পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

পহেলগামের জঙ্গি হামলার বদলা নিল ভারতীয় সেনা (Indian Army)। অপারেশন সিঁন্দুরের (Operation Sindoor) মাধ্যমে প্রায় ৯০ জঙ্গিকে মারল...

পহেলগামের প্রত্যাঘাতে খুশি স্বজনহারারা, জেনে নিন কেন ‘OPERATION SINDOOR’ নামকরণ

ভূস্বর্গের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে চোখের সামনে সবটা শেষ হয়ে গেছিল গত বাইশে এপ্রিল। পহেলগামে (Pahelgam attack)...

রাতেই POK-তে হামলা, বুধের সকালে দেশজুড়ে অসামরিক মহড়া 

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার প্রায় দু সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালালো ভারত (Indian Army...

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of...
Exit mobile version