রাজস্থানের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েন ধাওয়ান

বিরাট কোহলির পর তিনিই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে এই কীর্তি গড়লেন। বুধবার ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান।

0
3

বুধবার আইপিএল-এ রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে জয় পায় পাঞ্জাব কিংস। রাজস্থানকে ৫ রানে হারায় শিখর ধাওয়ানের দল। আর এই ম‍্যাচেই খেলতে নেমে নজির গড়লেন পাঞ্জাব অধিনায়ক। বিরাট কোহলির পর তিনিই প্রথম ভারতীয়, যিনি আইপিএলে এই কীর্তি গড়লেন। বুধবার ৫৬ বলে ৮৬ রানে অপরাজিত থাকেন ধাওয়ান। আর এই রান করতেই রেকর্ড গড়েন ধাওয়ান। আইপিএলে ৫০টি বা তার বেশি অর্ধশতরান করেন তিনি। আর এই কৃতিত্ব বিরাট এবং ধাওয়ান ছাড়াও রয়েছে ডেভিড ওয়ার্নারের।

বুধবার রাজস্থানের বিরুদ্ধে অর্ধশতরান করতেই আইপিএলে ৫০টি অর্ধশতরান করে ফেললেন ধাওয়ান। বিরাটেরও ৫০টি অর্ধশতরান রয়েছে আইপিএলে। তবে অর্ধশতরানের সংখ‍্যা সব থেকে বেশি ওয়ার্নারের। আইপিএলে তিনি ৬০টি অর্ধশতরান করেছেন। চলতি আইপিএলেই এই একই কীর্তি গড়েন বিরাট কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে তিনি অর্ধশতরান করেন। বিরাটের সেই ৮২ রানের ইনিংসই তাঁকে প্রথম ভারতীয় হিসাবে এই তালিকায় ঢুকিয়ে দেয়। আর এবার এই তালিকায় ঢুকে পড়লেন গব্বর।

আরও পড়ুন:সুপার কাপের জন‍্য দল ঘোষণা লাল-হলুদের, লোবেরার ইস্টবেঙ্গলের কোচ প্রসঙ্গে ‘ডোন্ট কেয়ার’ স্টিফেনের