Saturday, May 17, 2025

অভিষেকের নাম বলতে লাগাতার চাপ! কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার বিচারককে চিঠি কুন্তলের

Date:

আগেই অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (Central Investigating Agency) তরফে লাগাতার চাপ দেওয়া হচ্ছে। আর এবার জেল থেকেই সোজা আলিপুরের বিশেষ সিবিআই আদালতের (CBI Court) বিচারককে চিঠি লিখে কুন্তল ঘোষ (Kuntal Ghsoh) দাবি করলেন তাঁকে বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য জোর করা হচ্ছে। বৃহস্পতিবারই কুন্তলকে আদালতে পেশ করা হয়েছিল। এদিন তাঁর লেখা চিঠি বিচারক আদালত কক্ষে সর্বসমক্ষে দেখান। এরপরই কুন্তলের আইনজীবীর উদ্দেশে বিচারক প্রশ্ন করেন, এই চিঠিতে যা অভিযোগ করা হচ্ছে তা কখনও আদালতে জানানো হয়নি। জবাবে আইনজীবী বলেন, জেলে কুন্তলের সঙ্গে আমরা দেখা করতে পারছি না। এই বিষয়ে তাই আমরা কিছু কথা বলতে পারিনি।

তবে এদিন আদালত চত্বরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, আমি আগে যে বক্তব্য রেখেছিলাম, সেটাই লিখিত আকারে মহামান্য বিচারককে জানিয়েছি। এরপরই সাংবাদিকরা প্রশ্ন করেন, কার নাম বলার জন্য তাঁকে জোর দেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে কুন্তল বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য আমায় চাপ দেওয়া হচ্ছে। আদালতকে আমি চিঠি দিয়ে সবটা জানিয়েছি। তবে বর্তমানে জেলবন্দি কুন্তল। আর তাঁর অভিযোগ, জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে তাঁর উপর লাগাতার চাপ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য।

তবে এই প্রথম নয়, এর আগেও অবশ্য কুন্তল ঘোষ অভিযোগ জানিয়েছিলেন, প্রভাবশালীদের নাম বলার জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে সেই সময় কোনও নাম উল্লেখ করেননি তিনি। তবে এই প্রসঙ্গে এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেনকে (Shantanu Sen) প্রশ্ন করা হলে তিনি সাফ জানান, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে বিজেপি বিরোধীদের এমন নিকৃষ্ট মানের কাজ নিন্দনীয়। আমি মনে করি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এবার যথাযোগ্য তদন্ত করে আসল সত্য প্রকাশ্যে আনা হোক।

বৃহস্পতিবার শুধু কুন্তলই নন, সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল (Tapas Mondal) ও নীলাদ্রি দাসকে (Niladri Das)। আর আদালতে প্রবেশের মুখে কুন্তল ও তাপসের কাছে প্রভাবশালীদের নাম জানতে চান সাংবাদিকরা। জবাবে পুলিশের ভ্যান থেকে নামার সময় সাংবাদিকদের তাপস মণ্ডল বলেন, ওর কাছেই নতুন নাম শুনুন। পরে ফের একই প্রশ্নে তাপস বলেন, ‘কুন্তল, কুন্তল’। আর তাপসের এমন মন্তব্যের কিছু সময় পরেই মুখ খোলেন কুন্তল।

 

 

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version