Sunday, November 16, 2025

আগামী সপ্তাহে কি বাড়ির বাইরে বেশিক্ষণ থাকার চিন্তা করেছেন, তাহলে এখনই পরিকল্পনা বদলে ফেলুন। ১০ থেকে ১৫ এপ্রিল সকালে খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ হাওয়া অফিসের কর্তাদের (Weather Alert)। রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা (Heat Wave Warning)জারি করল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

বছর শেষের তীব্র গরমে পুড়তে হবে বঙ্গবাসীকে। বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়া কর্তারা। আগামী পয়লা বৈশাখ (Bengali New Year)পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের (South Bengal)দু’এক জেলায় খুব সামান্য বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছর নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই হালকা করে ফ্যান চালাতে শুরু করেছে মধ্যবিত্ত বাঙালি। ফেব্রুয়ারির প্রথম থেকেই এসি চলছে সর্বত্র। মাঝে দু একবার অকালবৈশাখীর দেখা মিললেও তাতে যে গরম কমেনি তা স্পষ্ট। এবার সকাল ১১ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরোনোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও।

পশ্চিমের জেলাগুলি-সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে এই তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। সঙ্গে উত্তরের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও এমন আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত প্রায় প্রতিদিনই একটু একটু করে তাপমাত্রা বাড়বে। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপমাত্রার পারদ চড়ছে। আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এক বা দুই ডিগ্রি করে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।

বৃহস্পতিবার মহানগরীর তাপমাত্রা গড়ে ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে।

আলিপুর – ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস
দমদমে – ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস
সল্টলেক -৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া- ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস
আসানসোলে -৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতনে -৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস
মালদহ- ৩৭ ডিগ্রি সেলসিয়াস

বিশেষজ্ঞরা বলছেন আগামী সপ্তাহ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি কমলেও পশ্চিমের রাজ্যের মতো শুষ্ক পরিবেশ তৈরি হবে। তাই জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বেশি করে জল খাওয়ার পাশাপাশি সুতির পোশাক পরা দরকার বলেই মত বিশেষজ্ঞদের। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং এ আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম।

 

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version