গাজায় হা.মলা ইজরায়েল সেনার! ক্ষতিগ্রস্ত বহু বাড়ি

আবারও প্যালেস্টাইনের গাজায় মিসাইল হামলা চালাল ইজরায়েল। শুক্রবার ভোরবেলা থেকেই গাজা ও লেবাননের দিকে ধেয়ে আসে একের পর এক ইজরায়েলি মিসাইল। বৃহস্পতিবারের হামলার পালটা হিসেবেই ইজরারেয়েলের এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:লাফিয়ে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

প্রসঙ্গত, গত বুধবার জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে প্যালিস্টিনিয়ান প্রার্থনাকারীদের মারধর করার অভিযোগ ওঠে ইজরায়েলি পুলিশের বিরুদ্ধে। এরপরই উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ইজরায়েলের দিকে পরপর কয়েকটি রকেট ছোঁড়া হয় গাজার দিক থেকে।


ইজরায়েলি বিমান হামলার পর গাজায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, প্রায় ১৫ বছর আগে প্রতিদ্বন্দ্বী প্যালেস্তিনীয় গোষ্ঠীর থেকে গাজার দখল ছিনিয়ে নিয়েছে হামাস। সেই থেকে এই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চার বার যুদ্ধে জড়িয়েছে ইজরায়েল। মারা গিয়েছেন হাজার হাজার মানুষ।