Saturday, August 23, 2025

লাফিয়ে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক

Date:

ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে করছে দেশের কোভিড সংক্রমণ।লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা নিয়ে যথেষ্ট চিন্তিত দেশের স্বাস্থ্যমহল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, বৃহস্পতিবার ৬,০৫০ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। বুধবারের পরিসংখ্যানের সঙ্গে বৃহস্পতিবারের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করে দেখা গিয়েছে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সারা দেশে করোনা সংক্রমণ ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


আরও পড়ুন:দাসপুরে সবুজ ঝড়!সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূলের

গত কয়েক দিন ধরেই করোনা সংক্রমণের হার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা চিন্তায় রেখেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককেও। তবে মৃত্যুর হার সে অর্থে বৃদ্ধি পায়নি। বিশেষ কয়েকটি ক্ষেত্র ছাড়া কোনও কোভিড আক্রান্ত ব্যক্তিকেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে না। তবে বৃহস্পতিবারও দেশে ১৪ জন ব্যক্তি কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বৃহস্পতিবারের পর দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা হল ৫,৩০,৯৪৩।

পরিসংখ্যানের নিরিখে সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। শেষ ২৪ ঘণ্টায় সেখানে ৮০৩ জন আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে দিল্লি। সেখানে এক দিনে ২১৬ জন আক্রান্ত হয়েছেন।এরই মধ্যে কোভিডের (COVID-19) উৎস নিয়ে ফের চিনকে বিঁধেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO বলছে, করোনার উৎস নিয়ে আরও তথ্য চিনের কাছে আছে। কিন্তু তারা সেটা WHO-কে দিচ্ছে না। হু বৃহস্পতিবার জানিয়েছে, তারা নিশ্চিত যে চিনের কাছে কোভিড সংক্রান্ত অনেক বেশি তথ্য রয়েছে যা কোভিডের উৎস সম্পর্কেও আলোকপাত করতে পারে। সেই তথ্য অবিলম্বে তাঁদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে WHO।

 

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version