বাংলার সা.ম্প্রদায়িক ঐতিহ্য়কে রক্ষা করার বার্তা দিতে শনিবার রাজপথে বামেদের মিছিল

রাজ্যে পর পর ঘটা হিংসার ঘটনার প্রেক্ষিতে সম্প্রীতির মহামিছিলের ডাক দিল বামফ্রন্ট (Left Front)। উৎসবের মধ্যে ধর্মকে জড়ানোর বিরুদ্ধে সরব বামেরা। তারই প্রতিবাদে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে।

শনিবার দুপুর ৩টের সময় পার্কসার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে। প্রথম সারি বাম নেতৃত্ব মিছিলে পা মেলাবেন বলে সূত্রের খবর।

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলার ঐতিহ্য। সেই ঐতিহ্যকে রক্ষাই লক্ষ্য। এই বার্তা দিতেই এই মহামিছিল। ভোট বাক্সে শূন্য হলেও রাজ্যের বিভিন্ন সাম্প্রতিক ইস্যুতে পথে নেমে রাজনৈতিক ভাবে ভেসে থাকার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বামেরা। তারই একটি অংশ হিসেবে এই মিছিল বলে মত রাজনৈতিক মহলে।

আরও পড়ুন- কো. ভিড মোকাবিলায় তৎপর রাজ্য ! ফের মকড্রিলের ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

Previous articleকেন সরে গেলেন আইপিএল থেকে, অবশেষে জানালেন শাকিব
Next articleলাফিয়ে বাড়ছে দেশের কো.ভিড সংক্রমণ! উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক