দক্ষিণী সিনেমায় গান গাইছেন পাক গায়ক, আতিফের হাত ধরেই কি শাপমোচন!

ভারতীয় সিনেমায় পাকিস্তানের গায়ক- গায়িকারা গান গাইতে পারবেন না বলে যে নিষেধাজ্ঞা জারি ছিল তা কি এবার উঠে গেল? খবর মিলেছে ভারতীয় সিনেমায় (Indian Movie) ফের একবার গান গাইতে চলেছেন আতিফ আসলাম(Atif Aslam)। এর আগে জানা গিয়েছিল, ‘লাভ স্টোরি অফ নাইনটিস’ (Love story of 90’s) সিনেমার জন্য গান রেকর্ড করে ফেলেছেন আতিফ। এবার খবর, দক্ষিণী সিনেমায় (South Indian Movie) প্রথমবার গান গাইছেন পাক গায়ক (Pakistani Singer)।

পাক শিল্পীদের এদেশের বিনোদুনিয়ায় শাপমোচন হলো কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকে মনে করেন পাকিস্তানের গায়ক গায়িকা অভিনেতা অভিনেত্রীদের ভারতে সম্পূর্ণরূপে ব্যান করে দেয়া উচিত। কারণটা অবশ্যই পাকিস্তানের জঙ্গি তোষণ এবং ভারতের উপর হামলার মানসিকতা। রাজনীতি এবং সামরিক চুক্তির প্রভাব বিনোদুনিয়ায় পড়া নিয়ে অনেকের মধ্যেই দ্বিমত রয়েছে। পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউড পাক শিল্পীদের কাজ বন্ধ নিয়ে জারি করা হয়েছিল নিষেধাজ্ঞা। যদিও এই নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টে ধোপে টেকেনি। তবে চিরকালই ব্যতিক্রমী গায়ক হিসেবে উঠে এসেছে আতিফের (Atif Aslam) নাম। তাঁর কণ্ঠের জাদুতে মোহিত লক্ষ লক্ষ ভারতীয় শ্রোতা। শোনা যাচ্ছে মালয়ালম সিনেমা ‘হাল’-এর জন্য একটি গান রেকর্ড করবেন তিনি। খুব সম্ভবত গানটি হিন্দিতেই গাইবেন তিনি। দক্ষিণের সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে এটাই তাঁর ডেবিউ হতে চলেছে। ছবির সঙ্গীত পরিচালক নান্ধাগোপান ভি সোশ্যাল মিডিয়ায় আতিফের সঙ্গে ছবিও শেয়ার করেছেন।

 

Previous articleমর্নিংওয়াকে বেরিয়ে “গো ব্যাক” শুনে মেজাজ হারালেন দিলীপ
Next articleভোট শতাংশে গরমিল: তৃণমূলই প্রথম সরব, এবার জোটসঙ্গীদের ডাক খাড়গের