Thursday, November 13, 2025

প্রেসিডেন্সি সংশোধনাগারে মুখোমুখি পার্থ-কুন্তল, ছাড়াতে ছুটে এলেন জেল আধিকারিকরা!

Date:

একই দুর্নীতিতে যুক্ত। দুজনেই রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে। সেখানে মুখোমুখি দেখা হতেই তুমুল ঝগড়া বাধে ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) ও কুন্তল ঘোষের (Kuntal Ghosh) মধ্যে। বাগবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে জেল অধিকারিকরা এসে ২ জনকে সরিয়ে নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেন।

ধরা পড়ার পর থেকেই একের পর লোকের নাম নিচ্ছেন নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি কুন্তল। একাধিক বার তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রীর নাম নিয়েছেন। দাবি করেছেন, পার্থ-ঘনিষ্ঠর মাধ্যমে তাঁর কাছে টাকা পাঠিয়েছেন কুন্তল। এদিক, পার্থর দাবি, তিনি কুন্তলকে চেনেনই না। সূত্রের খবর, “কেন অহেতুক বার বার তাঁর নাম নিচ্ছো?” জেলের ভিতরে মুখোমুখি দেখা হতেই কুন্তলকে এই প্রশ্ন করেন পার্থ। এই নিয়ে তর্কাতর্কির থেকে ঝগড়া বেধে যায়। এমনকী, দুজন দুজনকে গালমন্দ করেন বলেও জেল সূত্রে খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে ছুটে আসেন জেলের আধিকারিকরা। তাঁরাই দুজনকে দুদিকে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময়ও চিৎকার করে পার্থ-কুন্তল পরস্পরকে দোষারোপ করতে থাকেন।

এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডলের সঙ্গেও ঝগড়া বেঁধেছিল কুন্তলের। এবার পার্থ। জেলে গিয়েও পাঁচিলের বাইরের কোন্দল থামছে না বলেই মত সকলের।

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version