Wednesday, December 17, 2025

হিন্ডেনবার্গের রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত: আদানি ইস্যুতে পাওয়ারের মন্তব্যে অস্বস্তি জোটে

Date:

Share post:

আদানি কাণ্ডে জেপিসি তদন্তের দাবিতে সরব কংগ্রেস(Congress)। তবে এই ইস্যুতেই এবার উলটোসুর গাইলেন মহারাষ্ট্রে কংগ্রেসের জোটসঙ্গী এনসিপি(NCP) প্রধান শরদ পাওয়ার(Sharad Pawar)। তাঁর দাবি, হিন্ডেনবার্গের(Hindenbarg report) তরফে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। আদানিদের নিশানা করতেই এইধরনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। স্বাভাবিকভাবেই পাওয়ারের এহেন মন্তব্যে অস্বস্তি বাড়ল জোটে।

এ প্রসঙ্গে সম্প্রতি শরদ পাওয়ার বলেন, “আমরা ওই রিপোর্টটাকে (হিন্ডেনবার্গ রিপোর্ট) একটু বেশিই গুরুত্ব দিচ্ছি। ওদের কথা আগে কখনও শুনিনি। এই ধরনের সংস্থাগুলি মাঝে মাঝে এই ধরনের কথা বলে। বোঝাই যাচ্ছে দেশের একটি শিল্পগোষ্ঠীকে এখানে নিশানা করা হচ্ছে। যার ফল ভুগতে হচ্ছে দেশের অর্থনীতিকে। এই রিপোর্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই। এই রিপোর্ট উদ্দেশ্যপ্রণোদিত।” শুধু তাই নয় কংগ্রেস-সহ অন্য বিরোধী দলগুলি যে যৌথ সংসদীয় কমিটি গড়ার দাবি জানিয়েছে, সেটাও খারিজ করে দিয়েছেন পওয়ার। তিনি সাফ বলে দিচ্ছেন, “সুপ্রিম কোর্ট আদানি ইস্যুতে যে কমিটি গড়েছে, আমার মনে হয় সেটাই যথেষ্ট যোগ্য। যৌথ সংসদীয় কমিটি (JPC) গড়লে একটাই সুবিধা। ওই কমিটি কী করছে না করছে, সেগুলি সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়। আর কোনও কাজের কাজ হয় না।”

বলার অপেক্ষা রাখে না শরদ পাওয়ারের এহেন মন্তব্যে অস্বস্তি বেড়েছে কংগ্রেস সহ বিরোধীদের। শুধু তাই নয়, এখনও পর্যন্ত এই ইস্যুতে বিরোধীদের কোনও আন্দোলনে যোগ দেয়নি এনসিপি। অবশ্য এপ্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, শরদ পাওয়ারের হয়তো ব্যক্তিগত কোনও মতামত থাকতে পারে। কিন্তু আমরা ১৯টি বিরোধী দল একত্রিত। এবং আমরা আমাদের দাবিতে স্থির। পাশাপাশি কংগ্রেস সূত্রে আরও জানা যাচ্ছে, পাওয়ারের সঙ্গে আদানিদের ব্যক্তিগত সম্পর্ক খুব ভাল। এমনকী ক’দিন আগেও গুজরাটে আদানিদের অতিথেয়তা গ্রহণ করেছেন পাওয়ার। ব্যক্তিগত জায়গা থেকেই আদানি বিরোধিতা করছেন না পাওয়ার।

spot_img

Related articles

যোগী রাজ্যে বাতিল ম্যাচ, সমালোচনার মুখে বিসিসিআই

প্রতিকূল আবহাওয়ার কারণে লখনউতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (India and South Africa )চতুর্থ টি২০ ম্যাচ ভেস্তে গেল।  গোটা...

বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন রুটে হবে কলকাতা ম্যারাথন? জানুন বিস্তারিত

আগামী ২১ ডিসেম্বর টাটা স্টীল কলকাতা ম্যারাথন(25K Kolkata)। তার  আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে ম্যারাথনের রুট ঘোষণা হল। ...

জিটিএ শিক্ষক নিয়োগ বাতিলের রায় ঘিরে পাহাড়ে স্কুল ধর্মঘটের ডাক

কলকাতা হাইকোর্টের রায়কে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল দার্জিলিং পাহাড়ের শিক্ষা পরিস্থিতি। জিটিএ অঞ্চলে ৩১৩ জন শিক্ষক...

ফুটেজ না দেখা পর্যন্ত মন্তব্য নয়! কীর্তি ইস্যুতে কড়া অবস্থান অভিষেকের

সংসদের ভিতরে ই-সিগারেট ব্যবহারের অভিযোগ ঘিরে বিতর্ক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর সংসদে এই অভিযোগ...