Tuesday, May 20, 2025

মাঝ আকাশে ম.ত্ত বিমানযাত্রীর তা.ণ্ডব! দু.র্ঘটনার হাত থেকে রক্ষা ইন্ডিগো বিমানের

Date:

Share post:

মত্ত বিমানযাত্রীর অসংযত আচরণ। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বেঙ্গালুরুগামী (Bengaluru) ইন্ডিগো (Indigo) বিমান। জানা গিয়েছে, মত্ত অবস্থায় বিমানের এমার্জেন্সি দরজা (Emergency Exit) খোলার চেষ্টা করেছিলেন ওই যাত্রী। কিন্তু অসংযত আচরণের জন্য পরে ওই ব্যক্তিকে সিআইএসএফের (CISF) হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, তখন মাঝ আকাশে ছিল ফ্লাইট 6E 308 বিমানটি। এমন সময় আচমকাই নিজের আসন ছেড়ে একদম এমারজেন্সি এক্সিট গেটের কাছে পৌঁছে যান ওই মদ্যপ যাত্রী। এরপরই টেনেহিঁচড়ে সেই দরজা খোলার চেষ্টাও করেন। আর তা দেখেই সহযাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানের মধ্যেই এরপর শুরু হয় চেঁচামেচি। এরপর বিমানকর্মীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে আসনে বসান। এদিকে বিমান অবতরণের পর ওই যাত্রীর বিরুদ্ধে মামলাও করেছেন বিমান কর্তৃপক্ষ। বিমান সংস্থা সাফ জানিয়েছে, শুক্রবার সকাল ৭টা ৫৬-র দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে। ওই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন। বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর মত্ত যাত্রীটিকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি।

বিমান সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, কানপুর (Kanpur) নিবাসী প্রতীক নামে ওই যাত্রী বিমানের ১৮এফ সিটে বসেছিলেন। মাঝ আকাশে হঠাৎ বিমানটির এমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন ৪০ বছরের ওই যাত্রী। ওই সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তবে বিমানকর্মীরা বারবার তাঁকে নিষেধ করলেও অভিযুক্ত দরজা খোলার চেষ্টা করেছিল বলে বিমান সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও দরজা খুলতে ব্যর্থ হন ওই যাত্রী। এরপর সকাল ১০টা ৪৩ মিনিটে বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করলে কানপুর নিবাসীকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, অভিযুক্ত ওই যাত্রী বেঙ্গালুরুর একটি সংস্থায় মার্কেটিং (Marketing) বিভাগে কর্মরত। এরপর তাঁকে বিমানবন্দরের হাসপাতালে নিয়ে গিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। তবে ওই যাত্রী যে মদ্যপ ছিলেন তা শারীরিক পরীক্ষার পর নিশ্চিত হয়েছে।

 

 

 

 

 

spot_img

Related articles

উত্তর নিয়ে আরও প্রস্তাব নেতা-মন্ত্রীদের! মুখ্যমন্ত্রীর হাত ধরে এগিয়ে বাংলার শিল্প

উত্তরে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রী একাধিক শিল্প সম্ভাবনার কথা জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। সোমবার শিল্প সম্মেলনে...

স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে কড়া বার্তা! কেন্দ্রের টোল ট্যাক্স নিয়ে তীব্র অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রিয় নেত্রীকে সামনে পেয়ে যা অভাব অভিযোগ ছিল সব কিছু তাঁকে জানিয়েছেন শিল্পপতিরা। সোমবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের...

শিল্পের নয়া দিগন্ত উত্তরে! প্রাপ্য টাকা না দেওয়ায় ফের কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় এবং মস্তিষ্কপ্রসূত যুগান্তকারী বিভিন্ন উদ্যোগে বাংলা আজ হয়ে উঠেছে শিল্পবান্ধব। এসেছে বিনিয়োগের জোয়ার। সোমবার শিলিগুড়িতে...

সরকার আইনি পথে কাজ করছে! ধৈর্য ধরুন, আশ্বাস শিক্ষামন্ত্রীর 

মুখ্যমন্ত্রীর আশ্বাস থাকা সত্ত্বেও বিকাশ ভবনের সামনে কিছু শিক্ষক ও অশিক্ষক কর্মীর বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী...