Sunday, August 24, 2025

রামনবমীর (Ramnavami) মিছিলকে কেন্দ্র করে গেরুয়া বাহিনীর তাণ্ডবে শিবপুর (Shibpur), রিষড়া (Rishra) সহ রাজ্যের বেশকিছু জায়গায় অশান্তির পরিপ্রেক্ষিতে পথে নামল বামফ্রন্ট (Left Front)। রবিবার ধর্মীয় বিভাজনের বিরোধিতা ও সম্প্রীতির ডাকে মিছিলের আয়োজন করা হয়। এদিন হুগলির (Hoogly) কোন্নগর বাটা মোড় থেকে উত্তরপাড়ার গৌরী সিনেমা  হল পর্যন্ত ‘সম্প্রীতির মহামিছিল’-র ডাক দেয় রাজ্যের ১০ বামপন্থী দল। এদিনের মিছিলে পা মেলান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Selim), রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য শ্রীদীপ ভট্টাচাৰ্য, হুগলির সম্পাদক দেবব্রত ঘোষ সহ বামপন্থী দলগুলির রাজ্য ও জেলা নেতৃত্ব।

এদিন সম্প্রীতির আহ্বান জানিয়েই হুগলির কোন্নগর থেকে বামেদের পদযাত্রা শুরু হয়। সোমবার এই পদযাত্রা হবে হাওড়ায়। তবে এদিন বামফ্রন্টের বাইরেও সিপিআই (ML) লিবারেশন, এসইউসি-র মতো বাম দলগুলিও পদযাত্রায় সামিল হয়। পদযাত্রা শেষে বামফ্রন্টের তরফে জানানো হয় রাজ্যে সম্প্রীতির পরিবেশ রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। এই পরিপ্রেক্ষিতে বামপন্থী দলগুলোর উদ্যোগে শান্তি ও সম্প্রীতি মিছিল সংগঠিত হচ্ছে। সমস্ত স্তরের মানুষকে পদযাত্রায় যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

তবে বামদের এই মিছিলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, রামের নামে রাজ্যে যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেছে বিজেপি তার খেসারত দিতেই কী এবার পথে নামল বামেরা? কারণ সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে রাম-বাম অশুভ আঁতাত। মুখে স্বীকার না করলেও বিজেপির হাত ধরেই রাজনীতিতে টিকে থাকার চেষ্টা করছে বামেরা। আর সামনেই লোকসভা নির্বাচন, সেকারণে যেভাবেই হোক রাজ্যের মানুষকে ‘সহানুভূতি’ দেখিয়ে ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টায় লাল শিবির। কিন্তু আদৌ এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে বা মানুষের কাছে ঠিক কতটা গ্রহণযোগ্য হবে তার জন্য কিছুটা সময় অপেক্ষা করতেই হবে।

 

 

 

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version