Gold Silver Rate : চৈত্রের শেষে ঊর্ধ্বমুখী সোনার রেট!

খুব স্বাভাবিক ভাবেই চিন্তায় বাঙালি। বিয়ের মরসুমেই আগে দামি সোনা, বৈশাখ পড়লে কী হবে শুরু হয়েছে হিসেব নিকেশ।

ঘর্মাক্ত গরমে জর্জরিত বাংলা (west bengal), তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছে সোনার দাম(Gold Price)। চৈত্র সেলে ছাড় তো দূরের কথা বরং উল্টে মহার্ঘ্য হয়ে চলেছে সোনা। সপ্তাহ ঘুরলেই বাংলা নববর্ষের(Bengali New Year) প্রস্তুতি শুরু কিন্তু তার আগে রবিবার বাড়ল সোনার দাম (Gold Price Today)।

এক নজরে সোনা রুপোর দাম :

রবিবার ৯ এপ্রিল ২০২৩

• ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৬ হাজার ১১৫ টাকা

• ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৬১ হাজার ১৫০ টাকা

• ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১ গ্রাম) : ৬ হাজার ১১৫ টাকা

• ২৪ ক্যারেট খুচরো পাকা সোনা (১০ গ্রাম) : ৬১ হাজার ১৫০ টাকা

• ২৪ ক্যারেট পাকা সোনার ১ গ্রামের দাম ৬ হাজার ৮৫ টাকা, ১০ গ্রামের দাম ৬০ হাজার ৮৫০ টাকা।

খুব স্বাভাবিক ভাবেই চিন্তায় বাঙালি। বিয়ের মরসুমেই আগে দামি সোনা, বৈশাখ পড়লে কী হবে শুরু হয়েছে হিসেব নিকেশ।

 

Previous article“সায়েন্টিফিক্যালি চুরি করত সিপিএম”, ফের শোভন তোপে বিদ্ধ বাম
Next articleফের নয়া রেকর্ড মেসির, টপকে গেলেন রোনাল্ডোকে