Tuesday, December 16, 2025

বৈশাখ আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু তার আগে থেকেই গরমের আমেজ হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাঙালি । আর গ্রীষ্মকাল মানেই আমের সিজন (Mango Season), তবে দামের কথা ভেবে আগে থেকেই পকেট সামলাচ্ছে মধ্যবিত্ত। আসলে অসামান্য স্বাদের জন্য দেশজোড়া খ্যাতি পাওয়া আলফানসো (Alphonso Mango) আম যে সস্তায় মেলে না সেটা আর নতুন কিছু নয়। কিন্তু এই আম এবার ইএমআই- এর সুবিধা ব্যবহার করে পেতে পারেন আপনি।

এতদিন পর্যন্ত ইলেকট্রনিক্স জিনিসের ক্ষেত্রেই EMI সুবিধা পেতে অভ্যস্ত ছিল বাঙালি। তবে এবার সাধের আমের স্বাদ পেতে কিস্তিতেই বাজিমাত করতে পারবেন আপনি। তারই সুযোগ দিচ্ছেন গৌরব সানাস (Gaurav Sanas) নামে পুণের এক ব্যবসায়ী। মূলত মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরিতে আলফানসোর চাষ হয়। যেহেতু এই আমের উৎপাদন খুব কম, তাই একদিকে যেমন দাম চড়া, তেমনই যোগানও সব সময় থাকেনা। বাজারে আলফানসোর পেটির দিকে তাকিয়ে ঢোঁক গিলতে হয় বটে। আলফানসোর দাম বাজারে ৮০০ থেকে ১৩০০ টাকা অবধি পর্যন্ত হয়। তাই স্বাভাবিক ভাবেই সেটা মধ্যবিত্তের নাগালের বাইরেই থেকে যায় বেশিরভাগ সময়। গৌরব অবশ্য সারা দেশের মানুষ যেন এই আমের স্বাদ পেতে পারেন সেই লক্ষ্যে EMI-এর মাধ্যমে ফল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ইএমআইয়ে যেভাবে কেউ মোবাইল ফোন কিংবা অন্য কিছু কেনেন, ঠিক সেভাবেই কিনতে পারবেন আমও।তবে এই সুবিধা পেতে গেলে ক্রেডিট কার্ড থাকতে হবে আপনার । এরপরই ক্রয়মূল্য ৩, ৬ বা ১২ মাসের কিস্তিতে ভাগ হয়ে যাবে। তবে কমপক্ষে ৫ হাজার টাকার আলফানসো আম কিনলে তবে মিলবে এই EMI সুবিধা। ফলের ব্যবসার সঙ্গে যুক্ত সনস অব গুরুকৃপা ট্রেডার্স অ্যান্ড ফ্রুট প্রোডাক্টসের এই পদক্ষেপ যে ভবিষ্যতে বাকিরাও অনুসরণ করতে চলেছেন তা নিয়ে আশাবাদী গৌরব।

 

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...
Exit mobile version