সুপার কাপের প্রথম ম‍্যাচে নামার আগে ফর্ম‍্যাট নিয়ে ক্ষুব্ধ লাল-হলুদ কোচ

লাল-হলুদের সাহেব কোচ মনে করেন আইএসএলের ফরম্যাটে তবু কিছুটা স্বচ্ছতা রয়েছে, কিন্তু সুপার কাপ নিয়ে অনেক সমস্যা রয়েছে।

আজ সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ ওড়িশা এফসি। আইএসএলে লাল-হলুদের গাঁট ওড়িশা। এবারও আইএসএল-এ তাদের কাছে দু’বারই হেরেছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। সুপার কাপে কি ব্যর্থতার চাকা ঘুরবে? ইস্টবেঙ্গল কোচ আশাবাদী তিন পয়েন্ট পাওয়ার ব্যাপারে। তবে ইস্টবেঙ্গল কোচ হিসেবে শেষ অভিযানের আগে স্টিফেনের গলায় অভিযোগের বন্যা। নতুন টুর্নামেন্টে অভিযান শুরুর আগে সুপার কাপের ফরম্যাট, নিয়ে ক্ষোভ উগরে দিলেন সাহেব কোচ। বলে দিলেন, বিশ্বের কোথাও মরশুমের শেষে নক আউট টুর্নামেন্ট হয় না।

লাল-হলুদের সাহেব কোচ মনে করেন আইএসএলের ফরম্যাটে তবু কিছুটা স্বচ্ছতা রয়েছে, কিন্তু সুপার কাপ নিয়ে অনেক সমস্যা রয়েছে। এই ক্ষুব্ধ স্টিফেন বলেন,”আইএসএলের পাশাপাশি একসঙ্গেই চলা উচিত সুপার কাপের। কেন এই টুর্নামেন্ট মরশুমের শেষে হবে? বিশ্বের কোথাও এমনটা হয় না। আইএসএল, আই লিগের সব দল নিয়ে গোটা মরশুম জুড়েই সুপার কাপ চলা উচিত। এখানে এসে শুনছি, একটা মাঠে আটটা দল অনুশীলন করবে। মঞ্জেরিতে অনুশীলন করতে আসতে হবে এক ঘণ্টা সফর করে। এভাবে টুর্নামেন্ট হয় নাকি!”

স্টিফেনের আরও প্রশ্ন, “এটা যখন কাপ (সুপার), তাহলে কেন নক আউট ফরম্যাট? একটা গ্রুপে তিনটে দল। আর একটা দল যোগ্যতা অর্জন করছে। অর্থাৎ তিনটি ম্যাচই কার্যত নক আউট।” তবে এত কিছু খারাপের মধ্যেও সুপার কাপের একটা ভাল দিক খুঁজে পেয়েছেন লাল-হলুদের সাহেব কোচ। স্টিফেনের কথায়,”সুপার কাপে যে এএফসি স্লট রয়েছে, এটাই একমাত্র ভাল দিক।” রবিবারের প্রতিপক্ষ নিয়ে স্টিফেন অবশ্য সিরিয়াস। বললেন, “ওড়িশা চেনা প্রতিপক্ষ। তাই ওদের সমীহ করতেই হবে।”

আরও পড়ুন:আজ আইপিএল-এ নামছে কেকেআর, প্রতিপক্ষ গুজরাত

 

Previous articleঅবরোধ তুলে নিল কুড়মি সম্প্রদায়
Next articleম‍ুম্বইয়ের বিরুদ্ধে ম‍্যাচ জিতলেও জোর ধাক্কা চেন্নাই শিবিরে