Thursday, May 8, 2025

চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কাঁথির এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল কলকাতা উচ্চ আদালতে। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার ওই স্কুল শিক্ষককে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। জেলার চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় পুলিশ অভিযুক্ত শিক্ষক দীপক জানাকে গ্রেফতার করে কাঁথি শহর থেকে।

ধৃত দীপক জানার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ জমা পড়ছিল কাঁথি থানা ও কলকাতা উচ্চ আদালতে। যদিও এর আগে সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছিলেন দীপক জানা ও তাঁর পরিবার।
জানা গিয়েছে, ভূপতিনগর থানার মূলদা গ্রামে বাড়ি হলেও দীর্ঘদিন ধরে কাঁথি শহরে ১৭ নম্বর ওয়ার্ডের করকুলি এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ইংরেজি বিষয়ের শিক্ষক দীপক জানার বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। অভিযোগ, ২০১৭ সাল থেকে শুধু পূর্ব মেদিনীপুর নয়, বিভিন্ন জেলা থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছিলেন কাঁথির দেশপ্রাণ ব্লকের বিচুনিয়া জগন্নাথ মন্দির বিদ্যাপীঠ স্কুলের শিক্ষক।
গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাথমিকের চাকরি দেওয়ার নামে টাকা তুলেছিলেন তিনি। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

 

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...
Exit mobile version