Sunday, August 24, 2025

দিন দিন আইপিএল-এর জনপ্রিয়তা বাড়ছে। চলতি আইপিএল নিয়ে মানুষের মধ‍্যে উৎসাহ বেশ তুঙ্গে। এরই মধ‍্যে দাবি উঠেছে যে, বছরে দু’বার আইপিএল করার। এমনকি বোর্ড কর্তারাও সেই ইঙ্গিত দিয়েছেন। আদৌ কি সেটা করা সম্ভব? এবার এই নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। এক সাক্ষাৎকারে সেই উত্তর দিলেন তিনি।

এদিন এই নিয়ে ধুমাল বলেন,” আইপিএলের যে ফর্ম‍্যাট তাতে একই বছরে আর একটা প্রতিযোগিতা করা সম্ভব নয়। আগামী চার বছরের দ্বিপাক্ষিক সিরিজের সূচি আমরা সবাই জানি। তাই এখন সম্ভব নয়। কিন্তু কোনও দিন অন্য কোনও ফরম্যাটের বা ছোট প্রতিযোগিতা আয়োজন করার সুযোগ এলে আমরা নিশ্চয়ই ভাবনাচিন্তা করব।”

ক্রিকেটপ্রেমীরা একাংশ মনে করছেন, আস্তে আস্তে ফুটবলের রাস্তায় হাঁটছে ক্রিকেট, যেখানে ক্লাবের হয়ে খেলাই প্রধান হয়ে উঠবে। এই নিয়েও মুখ খোলেন অরুণ ধুমাল। তিনি বলেন,”এটা দর্শকদেরই ঠিক করতে দেওয়া ভাল। যদি তাঁরা মনে করেন একটা নির্দিষ্ট ফর্ম‍্যাটে খেলা হবে, ধরে নেওয়া যাক টি-২০ খেলা হলে ভাল এবং এক দিনের ক্রিকেট বা টেস্ট ক্রিকেটের কোনও গ্রহণযোগ্যতা নেই, তা হলে আগামী দিনে সেটাই হবে। আমার মতে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটে অনেক জনপ্রিয়তা রয়েছে। একদিনের ক্রিকেটের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সমর্থকদেরই ঠিক করতে দেওয়া ভাল।”

আরও পড়ুন:পাঁচটা ছয় খাওয়া যশের পাশে বন্ধু রিঙ্কু, পাঠিয়েছেন বিশেষ বার্তা

 

Related articles

স্পনসরহীন জার্সিতেই এশিয়া কাপে সূর্যরা!

ভারতীয় ক্রিকেট দলের জার্সি (Indian Cricket team jersey) থেকে সরে যাচ্ছে ড্রিম ১১- এর (Dream11) বিজ্ঞাপন। এশিয়া কাপ...

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...
Exit mobile version