ধর্মীয় পতাকা অবমাননার অভিযোগে হিংসায়(Violation) উত্তাল হয়ে উঠল ঝাড়খণ্ডের(Jharkhand) জামশেদপুর(Jamshedpur) এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে চলল ব্যাপক সংঘর্ষ। অগ্নিসংযোগ করা হল একাধিক গাড়ি ও দোকানে। গোটা ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। বেশ কয়েকজনকে আটক করার পাশাপাশি আধাসেনা ও র্যাফ(RAF) মোতায়েন করা হয়েছে এলাকায়।
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের জামশেদপুরের শাস্ত্রী নগরে রাম নবমী(Ram Navami) উপলক্ষ্যে ভগবান হনুমানের পতাকার বাঁশের মধ্যে মাংসের পলিথিন ঝুলতে দেখা যায়। এই ঘটনা থেকেই হিংসার সূত্রপাত। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। একাধিক দোকান ও গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ। অবশ্য উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে আহত হন একাধিক পুলিশ কর্মী। এরপর জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। নতুন করে যাতে অশান্তি না ছড়ায় তার জন্য বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। বাইরে থেকে ফোর্স ডাকার পাশাপাশি। চলছে পুলিশি টহল। ঝাড়খণ্ডের জামশেদপুরের এসএসপি প্রভাত কুমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা জড়ো হয়েছিল তাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। পুরো এলাকায় ফোর্স মোতায়েন করা হয়েছে।