Sunday, November 9, 2025

পঞ্চায়েতের আগে বাঙালি ভাবাবেগ জয়-ই লক্ষ্য, নববর্ষে দক্ষিণেশ্বরে পুজো দেবেন অমিত শাহ

Date:

ভোট আসলেই মনে পড়ে বাংলার কথা। বাংলায় যাতায়াত লেগেই থাকে দিল্লির নেতাদের। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে ফের দু’দিনের বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন কম্যান্ড অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, ঝটিকা সফরে একাধিক কর্মসূচি রয়েছে শাহের।

এখনও পর্যন্ত যা ঠিক আগামী শুক্রবার, বাংলা বছরের শেষ দিনে কলকাতায় পা রাখবেন অমিত শাহ। ওইদিনই অনুব্রতহীন বীরভূমে একটি জনসভাও করতে পারেন তিনি।
রাতে থাকবেন কলকাতায়। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। পরের দিন সকালেই দক্ষিণেশ্বরের মন্দিরে গিয়ে পুজো দেওয়ার কথা রয়েছে শাহের। পুজো দিয়েই অবশ্য ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব।

পঞ্চায়েত নির্বাচনের আবহে শাহের এই দু’দিনের ঝটিকা সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। রাজ্যে পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির মধ্যে এখনও তেমন হেলদোল দেখা যায়নি। শাহের সফর ও নেতৃত্বের সঙ্গে বৈঠকের মাধ্যমে গেরুয়া শিবিরে পঞ্চায়েতের প্রস্তুতিই শুরু করে দিতে পারে।

প্রসঙ্গত, গত নববর্ষে বাঙালির ভাবাবেগ জয়ের লক্ষ্যে বাংলাতেই রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার পঞ্চায়েত ভোটের প্রাক্কাকে ঠিক নববর্ষের সময় রাজ্যে এসে ফের বাঙালির ভাবাবেগ জয় করতে চাইছেন অমিত শাহ।

আরও পড়ুন:ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি! পরবর্তী শুনানি কবে?


 

 

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version