Saturday, November 15, 2025

থানার IC-কে ‘তুই-তুকারি’! চূড়ান্ত অ.শালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্রর

Date:

ফের লাগামহীন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। এবার বাঁকুড়ার সোনামুখী থানার IC-কে রীতিমতো বাবা-মা তুলে তুই-তুকারি করলেন বিষ্ণুপুরের সাংসদ। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তবে, দলীয় সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

সোমবার সোনামুখীর মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইসিকে হুমকি দিয়েছেন সৌমিত্র। বলেন, “আইসি অনেকদিন দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।” এখানেই থেকে থাকেননি বিজেরি সাংসদ। শালীনতার সব সীমা লঙ্ঘন করে সৌমিত্রর উক্তি, তোর ঘরে মা বোন নেই আইসি? এখানের মা বোনেদের টাকা চুরি করবি?”

উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকি দেন। বলেন, “আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব।”

বিজেপি সাংসদ সৌমিত্রর এই মন্তব্যর নিন্দার সরব হয়েছে সব রাজনৈতিক দল। TMC সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “ওনার রাজনৈতিক অস্তিত্ব কী? তিনটি নির্বাচন তিনটে রাজনৈতিক দলের প্রতীকে লড়েছেন। আর তিনি যে দল করেন সেই দল এমনই সংস্কৃতির ধারক-বাহক।” সৌমিত্রের এই বক্তব্যর জেরে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা করবে বলেও জানান শাসকদল।

তবে, দলীয় সাংসদের কুকথার নিন্দা না করে উল্টে সমর্থন করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, সৌমিত্র যা বলেছেন, ঠিক বলেছেন। শাসকদলরে হয়ে কাজ করছেন ওই আইসি। তবে,তুই বলাটা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন শমীক।

 

Related articles

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...
Exit mobile version