Sunday, August 24, 2025

থানার IC-কে ‘তুই-তুকারি’! চূড়ান্ত অ.শালীন মন্তব্য বিজেপি সাংসদ সৌমিত্রর

Date:

ফের লাগামহীন বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan)। এবার বাঁকুড়ার সোনামুখী থানার IC-কে রীতিমতো বাবা-মা তুলে তুই-তুকারি করলেন বিষ্ণুপুরের সাংসদ। এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে তৃণমূল। তবে, দলীয় সাংসদের পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)।

সোমবার সোনামুখীর মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে আইসিকে হুমকি দিয়েছেন সৌমিত্র। বলেন, “আইসি অনেকদিন দাদাগিরি করছে আমি জানি। আইসি শুনে রাখ তোর বাপের ক্ষমতা নেই এখানে কিছু করার।” এখানেই থেকে থাকেননি বিজেরি সাংসদ। শালীনতার সব সীমা লঙ্ঘন করে সৌমিত্রর উক্তি, তোর ঘরে মা বোন নেই আইসি? এখানের মা বোনেদের টাকা চুরি করবি?”

উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের নামে এই ধরনের অশালীন মন্তব্য করার পাশাপাশি সৌমিত্র খাঁ প্রকাশ্যেই হুমকি দেন। বলেন, “আইসিকে আমরা হাইকোর্টে ডেকে পাঠাব। তারপর তার কী ব্যবস্থা করা যায় তা দেখব।”

বিজেপি সাংসদ সৌমিত্রর এই মন্তব্যর নিন্দার সরব হয়েছে সব রাজনৈতিক দল। TMC সাংসদ শান্তনু সেন (Shantanu Sen) বলেন, “ওনার রাজনৈতিক অস্তিত্ব কী? তিনটি নির্বাচন তিনটে রাজনৈতিক দলের প্রতীকে লড়েছেন। আর তিনি যে দল করেন সেই দল এমনই সংস্কৃতির ধারক-বাহক।” সৌমিত্রের এই বক্তব্যর জেরে প্রশাসন প্রশাসনের মতো করে ব্যবস্থা করবে বলেও জানান শাসকদল।

তবে, দলীয় সাংসদের কুকথার নিন্দা না করে উল্টে সমর্থন করেছে বিজেপি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, সৌমিত্র যা বলেছেন, ঠিক বলেছেন। শাসকদলরে হয়ে কাজ করছেন ওই আইসি। তবে,তুই বলাটা ঠিক হয়নি বলে মেনে নিয়েছেন শমীক।

 

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version