Friday, August 22, 2025

মোদির শাসনে ধ্বংসের মুখে দেশের গণতন্ত্র: শাসকের সমালোচনায় সরব সোনিয়ার কলম

Date:

‘বিরোধীদের কণ্ঠরোধ’, ‘ক্ষমতার অপব্যবহার’, ‘মানুষের সমস্যা থেকে নজর ঘোরাতে কৌশলী ভাষণ’, এসবেই দক্ষ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর শাসনে ভারতীয় গণতন্ত্রের(Democrasy) তিনটি স্তম্ভকে ধ্বংসের পথে। এমনই অভিযোগ তুলে এবার জ্বলে উঠল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর(Sonia Gandhi) কলম। সর্বভারতীয় সংবাদপত্র ‘দ্য হিন্দু’র পোস্ট এডিটের(Post Edit) পরতে পরতে মোদি সরকারের তীব্র সমালোচনা করলেন সোনিয়া গান্ধী।

‘দ্য হিন্দু’র পোস্ট এডিটে বর্তমান সরকারের শাসনে দেশের গণতন্ত্রের ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে সোনিয়া লিখেছেন, সাম্প্রতিককালে বারবার বাতিল হয়েছে সংসদের অধিবেশন। আদানি ইস্যু, বেকারত্ব, মূল্যবৃদ্ধি- সমস্ত বিষয়ে বিরোধীরা আলোচনার দাবি জানালেই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ প্রসঙ্গও উঠে এসেছে সোনিয়ার লেখায়। পাশাপাশি তিনি লিখেছেন, বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে অপব্যবহার করছে মোদি সরকার। রাজনৈতিক মামলার ৯৫ শতাংশই দায়ের করা হয়েছে বিরোধী দলগুলির বিরুদ্ধে। কিন্তু সেই অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উধাও হয়ে যাচ্ছে। শুধু বিরোধী দল নয়, সাংবাদিক ও বিশিষ্টজনের বিরুদ্ধেও একই পদক্ষেপ করছে মোদি সরকার।

শুধু তাই নয় ওই সম্পাদকীয়তে দেশের সাম্প্রদায়িক পরিস্থিতির ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে সোনিয়া আরও লেখেন, বিজেপি ও আরএসএস ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী তাদের এড়িয়ে যাচ্ছেন। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাতো দূরে থাক, শান্তির বার্তাও দিতে দেখা যায়নি প্রধানমন্ত্রীকে। এই সরকারের শাসনে দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলি ভয় দেখানোর উপায় হয়ে উঠেছে।

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version