Saturday, November 8, 2025

৩০ এপ্রিল, হুমকি ফোনে সলমানকে খু.নের তারিখ দিল রাজস্থানের গোরক্ষক

Date:

ফের বলিউড সুপারস্টার সলমন খানকে খুনের হুমকি। এবার খুনের তারিখও দিয়ে দেওয়া হল। এপ্রিলের ৩০ তারিখ খুন হবেন সল্লু মিঞা। গতকাল, সোমবার রাত ৯ টা নাগাদ এমনই হুমকি ফোন আসে সলমানের জন্য। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি আসে।

সরাসরি মুম্বই পুলিশকে ফোন করে এক ব্যক্তি জানান আগামী ৩০ এপ্রিল সলমানকে তিনি নিজে হাতে হত্যা করবেন। হুমকি ফোনকে একেবারেই হালকা ভাবে নেয়নি মুম্বই পুলিশ। তাঁরা জানতে পারেন হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম রকি ভাই। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা। এলাকায় একজন গোরক্ষক বলেই পরিচিত। ওই হুমকি ফোন পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। লাগাতার খুনের হুমকি পাওয়ায় সলমানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। হামলার আশঙ্কা থেকে সলমানের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, এই প্রথম নয়, আগেও খুনের হুমকি পেয়েছেন সলমান। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি পেয়েছেন তিনি। ইমেলে তাঁকে হত্যার হুমকি এসেছে। সেই বিষয়ে প্রকাশ্যে বিচলিত না হলেও চাপে রয়েছেন অভিনেতা সেটা বোঝাই যাচ্ছে। লাগাতার হুমকির কথা মাথায় রেখেই সম্প্রতি ১ কোটি দামের বুলেট প্রুফ গাড়ি কিনেছেন সল্লুভাই।

এদিকে সলমান আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি “কিসি কা ভাই কিসি কি জান” ছবির প্রচার নিয়ে। গতকাল, সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। আগামী ২১ এপ্রিল ইদে মুক্তি পাবে ছবিটি। তার আগে এক গোরক্ষকের কাছ থেকে এমন হুমকি ফোন সলমানের অনুগামীদের যে বিচলিত করল তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version