Monday, August 25, 2025

ফের বলিউড সুপারস্টার সলমন খানকে খুনের হুমকি। এবার খুনের তারিখও দিয়ে দেওয়া হল। এপ্রিলের ৩০ তারিখ খুন হবেন সল্লু মিঞা। গতকাল, সোমবার রাত ৯ টা নাগাদ এমনই হুমকি ফোন আসে সলমানের জন্য। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি আসে।

সরাসরি মুম্বই পুলিশকে ফোন করে এক ব্যক্তি জানান আগামী ৩০ এপ্রিল সলমানকে তিনি নিজে হাতে হত্যা করবেন। হুমকি ফোনকে একেবারেই হালকা ভাবে নেয়নি মুম্বই পুলিশ। তাঁরা জানতে পারেন হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম রকি ভাই। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা। এলাকায় একজন গোরক্ষক বলেই পরিচিত। ওই হুমকি ফোন পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। লাগাতার খুনের হুমকি পাওয়ায় সলমানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। হামলার আশঙ্কা থেকে সলমানের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, এই প্রথম নয়, আগেও খুনের হুমকি পেয়েছেন সলমান। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি পেয়েছেন তিনি। ইমেলে তাঁকে হত্যার হুমকি এসেছে। সেই বিষয়ে প্রকাশ্যে বিচলিত না হলেও চাপে রয়েছেন অভিনেতা সেটা বোঝাই যাচ্ছে। লাগাতার হুমকির কথা মাথায় রেখেই সম্প্রতি ১ কোটি দামের বুলেট প্রুফ গাড়ি কিনেছেন সল্লুভাই।

এদিকে সলমান আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি “কিসি কা ভাই কিসি কি জান” ছবির প্রচার নিয়ে। গতকাল, সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। আগামী ২১ এপ্রিল ইদে মুক্তি পাবে ছবিটি। তার আগে এক গোরক্ষকের কাছ থেকে এমন হুমকি ফোন সলমানের অনুগামীদের যে বিচলিত করল তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version