লাফিয়ে বাড়ছে কো.ভিড সংক্রমণ! ফের উদ্বেগ বাড়াচ্ছে ওমি.ক্রন

গরমের দাপট যেমন বাড়ছে, তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ। বুধবার সকাল ৮টায় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৮৩০ জন। ২২৩ দিনে সর্বোচ্চ দৈনিক সংক্রমণের সংখ্যা এটি। এর আগে গত ১ সেপ্টেম্বর দেশে দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা ছিল ৭৪৯৬। এরইমধ্যে উদ্বেগ বাড়িয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, কোভিড রোগীদের অনেকেরই নমুনা পরীক্ষা করে ওমিক্রন উপরূপের সন্ধান পাওয়া গিয়েছে। এই ওমিক্রনের জেরেই দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করেছিল।

আরও পড়ুন:ঐতিহাসিক মুহূর্ত: গঙ্গার নিচ থেকে সফলভাবে হাওড়া পৌঁছলো মেট্রো রেক

পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে কোভিড রোগীর সংখ্যা ছিল ৪০ হাজার ২১৫ জন। মঙ্গলবার দেশে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৫৬৭৬ জন। পরের ২৪ ঘণ্টায় সংক্রমণ একলাফে অনেকটাই বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যা বেড়েছে।

কেন্দ্রের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় ১৮৮১ জন কোভিডে আক্রান্ত হয়েছে কেরলে। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে সংখ্যা ৯৮০। এক দিনে ৯১৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। পশ্চিমবঙ্গে গত এক দিনে আক্রান্ত হয়েছেন ৫৯ জন। এ ছাড়া দিল্লি, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ২ জন করে এবং গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ১ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে।