Thursday, August 21, 2025

চাকরি বাতিল নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়! কী জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

বুধবারের শুনানিতেও কাটল না জট। নবম ও দশম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় (Teacher Recruitment Case) আপাতত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারল না সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন দেশের শীর্ষ আদালতে চাকরিহারাদের আইনজীবীরা জানান, তাঁদের চাকরি বাতিলের প্রক্রিয়া বৈধ নয়। তবে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দেয়, এই মামলায় বড়সড় দুর্নীতি সামনে এসেছে। আর সেকারণেই আরও শুনানির প্রয়োজনীয়তা রয়েছে বলেই মত সুপ্রিম কোর্টের। তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত শিক্ষক বা শিক্ষাকর্মী পদে নিয়োগ নিয়ে যাতে পরবর্তী পদক্ষেপ না করা হয়, সেই নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে। আগামী ২৬ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে কোনও পদক্ষেপ করা যাবে না। অতএব পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ভাগ্য ঝুলেই রইলো চাকরিহারাদের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে চাকরি হারাতে হয়েছে নবম ও দশম শ্রেণির ৯৫২ জন শিক্ষক এবং গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D)-র মোট ৮৪২ জনকে। আর সেই নির্দেশকে নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ ভট্টাচার্য জানান, শীর্ষ আদালত মেনে নিয়েছে যে এই নিয়োগে একটা কেলেঙ্কারি আছে। তা দ্রুত খতিয়ে দেখা হবে।

তবে নিয়োগ বাতিলের ক্ষেত্রে কিছু প্রথাগত ভুল রয়েছে বলে দাবি মামলাকারীদের। এদিন মামলাকারীদের আইনজীবী জানান, আপাতত শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, চাকরি যাচ্ছে না ওই শিক্ষক ও শিক্ষাকর্মীদের। আগামী শুনানি না হওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যাবে না বলেই সাফ জানাল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে, গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হয়। মূলত ওএমআর শিটে কারচুপির অভিযোগ ওঠে। এছাড়া ৯৫২ জন নবম-দশম শ্রেণির শিক্ষকের বিরুদ্ধে ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। এরপরই কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন চাকরিহারারা। পরে ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা।

 

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...