Saturday, July 5, 2025

দেশের সবচেয়ে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী মমতা! অবাক করা সম্পত্তির পরিমাণ

Date:

তিনি তখন কেন্দ্রের রেলমন্ত্রী। তাঁর বাড়িতে আসেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির চালের বাড়ি দেখে অবাক হয়ে যান তিনি। তারপরেও কেটে গিয়েছে দীর্ঘ সময়। সাতবারের সাংসদ। একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী। বাংলার ৩ বারের মুখ্যমন্ত্রী। আজও তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর জীবনযাপন একই রকম সাদামাটা। অ্যাসোসিয়েশন ফর ডেমক্র্যাটিক রিফর্মস বা ADR-র সমীক্ষা রিপোর্টেও তারই প্রমাণ। দেশের সবচেয়ে দরিদ্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা।

সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে ADR। সেখানে দেখা যাচ্ছে, দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ২৯ জনই কোটিপতি। এমনকী দেশে বামেদের একমাত্র মুখ্যমন্ত্রী সিপিআইএম নেতা পিনারাই বিজয়নও (Pinarayi Vijayan) কোটিপতি। গোটা তালিকায় শুধুমাত্র কোটি টাকার ধারেকাছে নেই মমতা । এডিআরের রিপোর্ট অনুযায়ী, বাংলার মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১৫ লক্ষ টাকার কিছু বেশি।

দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকলেও বেতন নেন না মুখ্যমন্ত্রী। নেন না সাংসদ হিসেবে প্রাপ্য পেনশনও। এমনকী, মুখ্যমন্ত্রী হিসেবে বেতনও নেন না। তাঁর রোজগারের উৎস নিজের লেখা বই, কথা ও সুর দেওয়া গানের সিডি এবং আঁকা ছবি। তাঁর দলের বিরুদ্ধে হাজারও অভিযোগ করলেও তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে ব্যক্তিগত কোনও দুর্নীতির অভিযোগ করতে পারেননি বিরোধীরাও। মুখ্যমন্ত্রীর স্বচ্ছ্ব ভাবমূর্তিই শাসকদলের USP বলে মত রাজনৈতিক মহলের।

এই তালিকায় মমতার পরেই কেরলের পিনারাই বিজয়ন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটির কিছু বেশি। আর দেশের মধ্যে ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা। তার পরেই অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু, সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি টাকা। পিছিয়ে নেই নবীন পট্টনায়েকও। তৃতীয় স্থানে ওড়িশার মুখ্যমন্ত্রী। তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি টাকা। নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই রিপোর্ট দিয়েছে এডিআর-এর।

আরও পড়ুন- বারাসতে বি*পাকে রাজ্যপাল, রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে বিক্ষো*ভ ঘিরে চা*ঞ্চল্য!

 

Related articles

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...

কাটোয়ায় বিস্ফোরণ! উড়ে গেল বাড়ির চাল, মৃত ১

শুক্রবার সন্ধ্যায় কাটোয়ার পরিত্যক্ত বাড়িতে হঠাৎ বিস্ফোরণ। ভেঙে পড়ে বাড়ির দেওয়াল, উড়ে যায় চাল। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে...
Exit mobile version