Tuesday, August 12, 2025

নাটকের কারণে তো*পের মুখে নিরুপম! প্রতিবা*দে সরব বাদশা- ঋদ্ধি- কৌশিক

Date:

থিয়েটার (Theatre)করার জন্য হেন*স্থার স্বীকার হতে হল নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যকে (Nirupam Bhattacharjya)। এবার প্রতিবাদে গর্জে উঠলেন বাদশা মৈত্র (Badsha Maitra)। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। ছেলের মতোই ঘটনার বিরোধিতা করে নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। রানাঘাটের বিনপাড়া এলাকায় বাড়ি নিরুপম ভট্টাচার্যর সঙ্গে ঠিক কী হয়েছিল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, গত কয়েকদিন ধরে তাঁকে পাগল বলে দেগে দিয়ে অকথ্য গালিগালাজ করা হচ্ছে। এমনকী তাঁর বাবা-মাকে ডেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ভারভারা রাও রচিত ‘কসাই’ কবিতা অবলম্বনে নাটক পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যে নাটক উপস্থাপন করা হয়েছে সেখানে রাষ্ট্রীয় নিপীড়নের কথা উঠে এসেছে। নিরুপম বলছেন, ঠিক সেই কারণের জন্যই এমন ভাবে তাঁর উপর আক্রমণ হচ্ছে বলেই তিনি অনুমান করছেন।

নাট্যকর্মীর সঙ্গে এইরকম ঘটনার তীব্র নিন্দা করেছেন বাদশা মৈত্র। তিনি বলেন এই ঘটনা নতুন কিছু নয়। পাশাপাশি নিরুপমের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন এই সময়ে দাঁড়িয়ে থিয়েটারের এই শিল্পীর পাশে থাকা দরকার। বাদশা বলেন, ” আমার মনে হয় কোনও রাষ্ট্রের সমালোচনা কোনও নাটকে, সিনেমায়, কবিতায় থাকলে সেটা তো গণতান্ত্রিক অধিকার সেটা যেকোনও ফর্মে উঠে আসতে পারে।” ফেসবুকে ঋদ্ধি সেন বলেন এই বিষয় নিয়ে তদন্ত হওয়া দরকার। ছেলের কথার সমর্থন জানিয়েছেন কৌশিক সেন।

 

Related articles

বিজেপির ভাষা-সন্ত্রাস, প্রতিবাদে ‘বাংলার মাটি, বাংলার জল’-এ মুখরিত দিল্লি

বিজেপির বাংলা-বিদ্বেষ, ভাষা-সন্ত্রাসের বিরুদ্ধে সংসদ চত্বরে গর্জে উঠলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। সেই...

শ্রাবনের শেষ লগ্নে বিদায়ী বর্ষার দাপট! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা 

চলতি সপ্তাহে শেষ হচ্ছে শ্রাবণ। কিন্তু বৃষ্টির (Rain) ইনিংস থামার কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বরং রয়েছে বিদায়ী বর্ষায়...

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...
Exit mobile version