Thursday, May 15, 2025

থিয়েটার (Theatre)করার জন্য হেন*স্থার স্বীকার হতে হল নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যকে (Nirupam Bhattacharjya)। এবার প্রতিবাদে গর্জে উঠলেন বাদশা মৈত্র (Badsha Maitra)। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। ছেলের মতোই ঘটনার বিরোধিতা করে নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। রানাঘাটের বিনপাড়া এলাকায় বাড়ি নিরুপম ভট্টাচার্যর সঙ্গে ঠিক কী হয়েছিল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, গত কয়েকদিন ধরে তাঁকে পাগল বলে দেগে দিয়ে অকথ্য গালিগালাজ করা হচ্ছে। এমনকী তাঁর বাবা-মাকে ডেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ভারভারা রাও রচিত ‘কসাই’ কবিতা অবলম্বনে নাটক পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যে নাটক উপস্থাপন করা হয়েছে সেখানে রাষ্ট্রীয় নিপীড়নের কথা উঠে এসেছে। নিরুপম বলছেন, ঠিক সেই কারণের জন্যই এমন ভাবে তাঁর উপর আক্রমণ হচ্ছে বলেই তিনি অনুমান করছেন।

নাট্যকর্মীর সঙ্গে এইরকম ঘটনার তীব্র নিন্দা করেছেন বাদশা মৈত্র। তিনি বলেন এই ঘটনা নতুন কিছু নয়। পাশাপাশি নিরুপমের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন এই সময়ে দাঁড়িয়ে থিয়েটারের এই শিল্পীর পাশে থাকা দরকার। বাদশা বলেন, ” আমার মনে হয় কোনও রাষ্ট্রের সমালোচনা কোনও নাটকে, সিনেমায়, কবিতায় থাকলে সেটা তো গণতান্ত্রিক অধিকার সেটা যেকোনও ফর্মে উঠে আসতে পারে।” ফেসবুকে ঋদ্ধি সেন বলেন এই বিষয় নিয়ে তদন্ত হওয়া দরকার। ছেলের কথার সমর্থন জানিয়েছেন কৌশিক সেন।

 

Related articles

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...
Exit mobile version