Thursday, May 15, 2025

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হয় একটি ছবি। ওই ছবিতে দেখা যায়, কেওড়াতলা (Keoratala)মহাশ্মশানের একটি ফটোতে ‘লাভ’ ইমোজি দিয়ে ইংরেজিতে অক্ষরে লেখা “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান” । ব্যাস, আসল-নকল পরখ করার আগেই শুরু হয়ে যায় শোরগোল। যদিও পরবর্তিকালে জানা যায় এই ছবিটি ভুয়ো এবং শ্মশানে এইরকম কোনও বোর্ড লাগানো হয়নি। লালবাজার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ ফেক। যে দু’জনের প্রোফাইল ব্যবহার করে কেওড়াতলা মহাশ্মশান নিয়ে সোশ্য়াল মিডিয়ায় মিথ্যে পোস্ট ছড়ানো হয়েছে, ই-মেল মারফত তাঁদের নোটিশ করেছে কলকাতা পুলিশ। পুরসভার তরফে টালিগঞ্জ থানায় (Tollygunj Police Station) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তরফেও জানানো হয়, “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান” বলে কোনও বোর্ড কখনও শ্মশানে লাগানো হয়নি। এই ঘটনায় বিরক্ত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ছবি ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার জন্য যে বা যারা দায়ী, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ আগেই দিয়েছিলেন।

পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরই এই ভুয়ো ছবির বিষয়ে টালিগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়। গোয়েন্দা দফতরের সাইবার সেলকে টেকনিকাল সাপোর্ট দেওয়ার কথাও বলা হয়।

জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির অধীনে এফআইআর করা হলেই আইটি অ্যাক্টে অভিযোগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে আসল ছবিটি ২০১১ সালে তোলা হয়েছিল। এর উপরে ওই লেখাটি সুপারইম্পোজ করা হয়। আসল ছবিটি খুঁজে পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে।

 

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...
Exit mobile version