Friday, August 22, 2025

কুন্তলের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির

Date:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে কলকাতা পুলিশের কাছে নালিশ জানান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ (Police)। নিম্ন আদালতও এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করতে পারবে না। বুধবার, অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)।

আজকের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে কুন্তলের অভিযোগপত্র হাই কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, মাধ্যমে হেস্টিংস থানায় কুন্তল যে অভিযোগপত্র পাঠিয়েছেন সেটাও প্রেসেডেন্সি জেল সুপারের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনারকে আদালতে পেশ করতে হবে। দুপুর ৩টের মধ্যে তা পেশ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে নালিশ জানান। নিম্ন আদালতের বিচারকের কাছেও একই অভিযোগ জানান তিনি। পাল্টা ইডি-র অভিযোগ, এই ধরনের নালিশের ফলে তাদের তদন্ত প্রভাবিত হতে পারে। এর পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাকে মারাত্মক প্রবণতা বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এ সব করা হচ্ছে। “ন্যায়বিচারের স্বার্থে এ সব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।“ কুন্তলের অভিযোগের কপি পাওয়ার পরে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই এখন নজর।

 

 

 

Related articles

আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ...

গায়ক থেকে পরিচালক, নওয়াজউদ্দিনকে নিয়ে শান্তিনিকেতনে শ্যুটিং অরিজিতের!

রেকর্ডিং ফ্লোর থেকে স্টেজ, কণ্ঠের জাদুতে হিমাচলের মন জয় করার পর এবার ক্ল্যাপস্টিক হাতে চমকে দিলেন অরিজিৎ সিং...

জয়েন্ট এন্ট্রান্সের নয়া মেধাতালিকা প্রকাশ করার সুপ্রিম-নির্দেশ

জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (JEE) নতুন মেধা তালিকা...

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...
Exit mobile version