Friday, November 7, 2025

ক্রমশই অসাড় হয়ে আসছে জিভ। ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে দৃষ্টিশক্তি। রুশ (Russia) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin) সম্পর্কে এমনই চাঞ্চল্যকর মেডিক্যাল রিপোর্ট (Medical Report) প্রকাশ্যে এসেছে। আর রিপোর্ট সামনে আসার পরই পুতিনের শারীরিক অবস্থা নিয়ে আলোড়ন পরে গিয়েছে গোটা বিশ্বে। ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই পুতিনের স্বাস্থ্য নিয়ে বাড়ছিল জল্পনা। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায়শই নানা ধরনের খবর সামনে এসেছে। এবার জানা যাচ্ছে, রুশ প্রেসিডেন্টের স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন তাঁর চিকিৎসকরা। তবে পুতিনের স্বাস্থ্য নিয়ে অবশ্য রুশ সরকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। এর আগেও একাধিকবার তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগজনক খবর সামনে এসেছিল।

তবে শোনা যাচ্ছে, ক্যানসারে আক্রান্ত হয়েছেন পুতিন। কখনও তাঁর পা বেঁকে যাওয়া, কখনও রক্তাল্পতার মতো একাধিক বিষয় নিয়ে শুরু হয়েছে জল্পনা। এবার তাঁর শারীরিক সমস্যা সংক্রান্ত নয়া রিপোর্ট পেশ করল রাশিয়ার এক সংবাদমাধ্যম। রিপোর্ট অনুযায়ী, পুতিন প্রবল মাথার যন্ত্রণায় ভুগছেন। একইসঙ্গে তাঁর চোখের সমস্যাও ধরা পড়েছে। ক্রমশই ক্ষীণ হয়ে আসছে তাঁর দৃষ্টি। একইসঙ্গে তাঁর জিভও অসাড় হয়ে আসছে। আর রুশ প্রেসিডেন্টের এমন শারীরিক অবস্থা নিয়ে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি রুশ সংবাদমাধ্যমের রিপোর্টে আরও বলা হয়েছে, পুতিন তাঁর ডান হাত ও পায়েও আংশিকভাবে অনুভূতি পাচ্ছেন না। তাঁকে নিয়ে চিকিৎসকরা যথেষ্ট উদ্বিগ্ন। আপাতত কয়েক দিনের জন্য সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুতিনকে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছিল। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকের সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, ঠিকমতো পা ফেলতে পারছেন না পুতিন। পায়ের উপর নিয়ন্ত্রণ নেই তাঁর। ইতিমধ্যে সমাজমাধ্যমে সেই ভিডিও দেখে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পুতিনের শরীর নিয়ে। সংবাদমাধ্যমের দাবি, পুতিনের ক্যানসার হয়েছে। তিনি পার্কিনসন্সে ভুগছেন। তবে রুশ মন্ত্রীরা একাধিকবার এধরনের দাবির সত্যতা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, রুশ প্রেসিডেন্ট একেবারেই সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

 

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version