Thursday, November 13, 2025

পেল্লায় চেহারার কাতলা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। উদ্ধার হওয়া কাতলা মাছটির ওজন প্রায় ২৮ কেজি। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরে এই মাছটি ধরেছেন অন্ধ্রের এক মৎস্যজীবী।আর নববর্ষের প্রাক মূহুর্তে সেই মাছের দেখা মিলল কলকাতার কোয়েস্ট মলের স্পেনসারের বিপণিতে।

বুধবার থেকে এখানে শুরু হল ‘সামার ফেস্ট ফিস ফেস্টিভাল’।যেখানে উপস্থিত থেকে প্রথিতযশা অশীতিপর সাহিত্যিক শংকর শোনালেন বাংলা সাহিত্যে মাছ নিয়ে নানান সময়ে কী লেখা হয়েছে।এমনকী খোদ কবিগুরুও তার কবিতায় নানা রঙ্গে বাঙালির এই মাছ প্রীতির কথা লিখেছেন। রীতিমতো নস্টালজিক সাহিত্যিক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ কেনার রীতিতে ফারাক এলেও, বাঙালির মাছ প্রীতিতে কোনও টান পড়েনি।আর স্পেনসারের মতো সংস্থা যখন ১৫০০ কিলোমিটার পথ পেরিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে এমন পেল্লায় মাছ কলকাতার মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়, তখন তাকে সাধুবাদ জানাতেই হয়।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বিজনেস (ইস্ট) কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, নাগার্জুন সাগরের ২৮ কেজির কাতলা এনেই আমরা দায় সারিনি। সূদুর নরওয়ে, ভিয়েতনাম থেকেও আমরা মাছ নিয়ে আসি কলকাতায়। আর বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ পেতে স্পেনসারের বিপণনির জুড়ি মেলা ভার।১২ থেকে ১৬ এপ্রিল মোট ৫ দিন নববর্ষ উপলক্ষ্যে এই বিপণিতে মিলবে প্রায় ১০০ রকমের মাছের সম্ভার। আর দাম ? সেটাও নাগালের মধ্যে। সংস্থার তরফে জানানো হয়েছে, ১০১ টাকা থেকে ১৪৯ টাকা কেজি দরে এখানে সহজেই মিলবে আপনার পছন্দের রুই-কাতলা থেকে নানান স্বাদের মাছ।এই কদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে ঢুঁ মারলেই আপনি পেতে পারেন আপনার পছন্দের মাছ।

 

Related articles

ষড়যন্ত্রের আঁতুরঘর আল-ফালাহ ইউনিভার্সিটি? রুম নম্বর ১৩!

দেশের নজর এখন আল-ফালাহ ইউনিভার্সিটি। দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পরে চর্চার শিরোনামে এই বিশ্ববিদ্যালয় (University)। তদন্তকারীদের নজরেও রয়েছে...

নভেম্বরেই চার বিশেষ দিন! গোয়েন্দা গাফিলতিতে দেশের চার শহর বিপদে

মাত্র সাত মাস। তার মধ্যে দেশের দ্বিতীয় জঙ্গি হামলা। বুক ফুলিয়ে অপারেশন সিঁদুরের প্রচার চালানো বিজেপি নেতাদের নাকের...

ব্যাটিং মহড়ায় মগ্ন অধিনায়ক, ‘চ্যালেঞ্জ সামলে’ ইডেনে নামছেন প্রিন্স

বিরাট কোহলি, রোহিত শর্মারা টেস্ট ক্রিকেট থেকে অতীত হয়ে হয়ে গিয়েছেন। তারকা প্রথায় চলা ভারতীয় দলের প্রিন্স এখন...

জিতলেও বিজয় মিছিল নয়! বিহার নির্বাচনের ফলাফলের আগে কমিশনকে টানতে হল লাগাম

নির্বাচন প্রক্রিয়া জুড়ে অশান্তি বারবার মাথাচাড়া দিয়েছে নীতীশ কুমারের বিহারে। বারবার আক্রান্ত হয়েছে বিরোধী দলের নেতা-কর্মী এমনকি প্রার্থীরাও।...
Exit mobile version