পেল্লায় চেহারার কাতলা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। উদ্ধার হওয়া কাতলা মাছটির ওজন প্রায় ২৮ কেজি। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরে এই মাছটি ধরেছেন অন্ধ্রের এক মৎস্যজীবী।আর নববর্ষের প্রাক মূহুর্তে সেই মাছের দেখা মিলল কলকাতার কোয়েস্ট মলের স্পেনসারের বিপণিতে।
বুধবার থেকে এখানে শুরু হল ‘সামার ফেস্ট ফিস ফেস্টিভাল’।যেখানে উপস্থিত থেকে প্রথিতযশা অশীতিপর সাহিত্যিক শংকর শোনালেন বাংলা সাহিত্যে মাছ নিয়ে নানান সময়ে কী লেখা হয়েছে।এমনকী খোদ কবিগুরুও তার কবিতায় নানা রঙ্গে বাঙালির এই মাছ প্রীতির কথা লিখেছেন।
সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বিজনেস (ইস্ট) কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, নাগার্জুন সাগরের ২৮ কেজির কাতলা এনেই আমরা দায় সারিনি। সূদুর নরওয়ে, ভিয়েতনাম থেকেও আমরা মাছ নিয়ে আসি কলকাতায়। আর বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ পেতে স্পেনসারের বিপণনির জুড়ি মেলা ভার।১২ থেকে ১৬ এপ্রিল মোট ৫ দিন নববর্ষ উপলক্ষ্যে এই বিপণিতে মিলবে প্রায় ১০০ রকমের মাছের সম্ভার। আর দাম ? সেটাও নাগালের মধ্যে।