Thursday, November 13, 2025

পেল্লায় চেহারার কাতলা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। উদ্ধার হওয়া কাতলা মাছটির ওজন প্রায় ২৮ কেজি। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরে এই মাছটি ধরেছেন অন্ধ্রের এক মৎস্যজীবী।আর নববর্ষের প্রাক মূহুর্তে সেই মাছের দেখা মিলল কলকাতার কোয়েস্ট মলের স্পেনসারের বিপণিতে।

বুধবার থেকে এখানে শুরু হল ‘সামার ফেস্ট ফিস ফেস্টিভাল’।যেখানে উপস্থিত থেকে প্রথিতযশা অশীতিপর সাহিত্যিক শংকর শোনালেন বাংলা সাহিত্যে মাছ নিয়ে নানান সময়ে কী লেখা হয়েছে।এমনকী খোদ কবিগুরুও তার কবিতায় নানা রঙ্গে বাঙালির এই মাছ প্রীতির কথা লিখেছেন। রীতিমতো নস্টালজিক সাহিত্যিক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ কেনার রীতিতে ফারাক এলেও, বাঙালির মাছ প্রীতিতে কোনও টান পড়েনি।আর স্পেনসারের মতো সংস্থা যখন ১৫০০ কিলোমিটার পথ পেরিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে এমন পেল্লায় মাছ কলকাতার মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়, তখন তাকে সাধুবাদ জানাতেই হয়।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বিজনেস (ইস্ট) কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, নাগার্জুন সাগরের ২৮ কেজির কাতলা এনেই আমরা দায় সারিনি। সূদুর নরওয়ে, ভিয়েতনাম থেকেও আমরা মাছ নিয়ে আসি কলকাতায়। আর বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ পেতে স্পেনসারের বিপণনির জুড়ি মেলা ভার।১২ থেকে ১৬ এপ্রিল মোট ৫ দিন নববর্ষ উপলক্ষ্যে এই বিপণিতে মিলবে প্রায় ১০০ রকমের মাছের সম্ভার। আর দাম ? সেটাও নাগালের মধ্যে। সংস্থার তরফে জানানো হয়েছে, ১০১ টাকা থেকে ১৪৯ টাকা কেজি দরে এখানে সহজেই মিলবে আপনার পছন্দের রুই-কাতলা থেকে নানান স্বাদের মাছ।এই কদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে ঢুঁ মারলেই আপনি পেতে পারেন আপনার পছন্দের মাছ।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version