Monday, August 25, 2025

পেল্লায় চেহারার কাতলা মাছ ধরা পড়ল এক মৎস্যজীবীর জালে। উদ্ধার হওয়া কাতলা মাছটির ওজন প্রায় ২৮ কেজি। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন সাগরে এই মাছটি ধরেছেন অন্ধ্রের এক মৎস্যজীবী।আর নববর্ষের প্রাক মূহুর্তে সেই মাছের দেখা মিলল কলকাতার কোয়েস্ট মলের স্পেনসারের বিপণিতে।

বুধবার থেকে এখানে শুরু হল ‘সামার ফেস্ট ফিস ফেস্টিভাল’।যেখানে উপস্থিত থেকে প্রথিতযশা অশীতিপর সাহিত্যিক শংকর শোনালেন বাংলা সাহিত্যে মাছ নিয়ে নানান সময়ে কী লেখা হয়েছে।এমনকী খোদ কবিগুরুও তার কবিতায় নানা রঙ্গে বাঙালির এই মাছ প্রীতির কথা লিখেছেন। রীতিমতো নস্টালজিক সাহিত্যিক বলেন, সময়ের সঙ্গে সঙ্গে বাজার থেকে মাছ কেনার রীতিতে ফারাক এলেও, বাঙালির মাছ প্রীতিতে কোনও টান পড়েনি।আর স্পেনসারের মতো সংস্থা যখন ১৫০০ কিলোমিটার পথ পেরিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে এমন পেল্লায় মাছ কলকাতার মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হয়, তখন তাকে সাধুবাদ জানাতেই হয়।

সংস্থার ভাইস প্রেসিডেন্ট, বিজনেস (ইস্ট) কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, নাগার্জুন সাগরের ২৮ কেজির কাতলা এনেই আমরা দায় সারিনি। সূদুর নরওয়ে, ভিয়েতনাম থেকেও আমরা মাছ নিয়ে আসি কলকাতায়। আর বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ পেতে স্পেনসারের বিপণনির জুড়ি মেলা ভার।১২ থেকে ১৬ এপ্রিল মোট ৫ দিন নববর্ষ উপলক্ষ্যে এই বিপণিতে মিলবে প্রায় ১০০ রকমের মাছের সম্ভার। আর দাম ? সেটাও নাগালের মধ্যে। সংস্থার তরফে জানানো হয়েছে, ১০১ টাকা থেকে ১৪৯ টাকা কেজি দরে এখানে সহজেই মিলবে আপনার পছন্দের রুই-কাতলা থেকে নানান স্বাদের মাছ।এই কদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এখানে ঢুঁ মারলেই আপনি পেতে পারেন আপনার পছন্দের মাছ।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version