Friday, December 19, 2025

হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অ.গ্নিগর্ভ ওড়িশা! জ.খম ১০ পুলিশকর্মী

Date:

Share post:

বাংলা, বিহারের পর হনুমান জয়ন্তীতে শোভাযাত্রাকে কেন্দ্র করে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ওড়িশার সম্বলপুর জেলা।পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ।এমনকি জখম হন অন্তত ১০ পুলিশকর্মী।এখনও থমথমে গোটা এলাকা।এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

দেশের অন্যান্য প্রান্তে হনুমান জয়ন্তী ইতিমধ্যেই উদযাপিত হলেও ওড়িশায় বিষুব সংক্রান্তিতেই উদযাপিত হয় হনুমান জয়ন্তী। বিষুব সংক্রান্তি আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন। অর্থাৎ মাঝে আরও দু’টো দিন বাকি। অথচ বুধবার থেকেই ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে হনুমানজয়ন্তীর মিছিল, শোভাযাত্রা। এমনকী ডিজে সহযোগে বাইক মিছিলও চলছে শহরের অলিতে গলিতে।ওড়িশার সম্বলপুরে তেমনই এক বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:নেপালে ভ.য়াবহ পথদুর্ঘ.টনায় মৃ.ত্যু চার ভারতীয়, গুরুতর আ.হত ১

সূত্রের খবর, সম্বলপুরের বুদাপাড়া এবং ধানুপল্লি এলাকা দিয়ে হনুমান জয়ন্তীর বাইক মিছিল যাওয়ার সময় বাইক লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বেশ কয়েকটি গাড়ি এবং দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাথরের আঘাতে অন্তত ১০ জন পুলিশকর্মী জখম হন বলে খবর। এঁদের মধ্যে দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার। একজন মহিলা পুলিশকর্মীও আছেন। এখনও গোটা এলাকায় থমথমে পরিবেশ। এমনকী এখনও গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে।

এর আগেও বাংলা,বিহার,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এবার উত্তেজনা ছড়াল ওড়িশাতেও। তবে মিছিলকে কেন্দ্র করে এই হিংসাত্মক ঘটনা শুধুই কী এক সামান্য ঘটনা নাকি এর পেছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...