Saturday, August 23, 2025

হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অ.গ্নিগর্ভ ওড়িশা! জ.খম ১০ পুলিশকর্মী

Date:

বাংলা, বিহারের পর হনুমান জয়ন্তীতে শোভাযাত্রাকে কেন্দ্র করে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ওড়িশার সম্বলপুর জেলা।পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ।এমনকি জখম হন অন্তত ১০ পুলিশকর্মী।এখনও থমথমে গোটা এলাকা।এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

দেশের অন্যান্য প্রান্তে হনুমান জয়ন্তী ইতিমধ্যেই উদযাপিত হলেও ওড়িশায় বিষুব সংক্রান্তিতেই উদযাপিত হয় হনুমান জয়ন্তী। বিষুব সংক্রান্তি আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন। অর্থাৎ মাঝে আরও দু’টো দিন বাকি। অথচ বুধবার থেকেই ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে হনুমানজয়ন্তীর মিছিল, শোভাযাত্রা। এমনকী ডিজে সহযোগে বাইক মিছিলও চলছে শহরের অলিতে গলিতে।ওড়িশার সম্বলপুরে তেমনই এক বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:নেপালে ভ.য়াবহ পথদুর্ঘ.টনায় মৃ.ত্যু চার ভারতীয়, গুরুতর আ.হত ১

সূত্রের খবর, সম্বলপুরের বুদাপাড়া এবং ধানুপল্লি এলাকা দিয়ে হনুমান জয়ন্তীর বাইক মিছিল যাওয়ার সময় বাইক লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বেশ কয়েকটি গাড়ি এবং দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাথরের আঘাতে অন্তত ১০ জন পুলিশকর্মী জখম হন বলে খবর। এঁদের মধ্যে দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার। একজন মহিলা পুলিশকর্মীও আছেন। এখনও গোটা এলাকায় থমথমে পরিবেশ। এমনকী এখনও গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে।

এর আগেও বাংলা,বিহার,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এবার উত্তেজনা ছড়াল ওড়িশাতেও। তবে মিছিলকে কেন্দ্র করে এই হিংসাত্মক ঘটনা শুধুই কী এক সামান্য ঘটনা নাকি এর পেছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version