Tuesday, November 4, 2025

হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অ.গ্নিগর্ভ ওড়িশা! জ.খম ১০ পুলিশকর্মী

Date:

বাংলা, বিহারের পর হনুমান জয়ন্তীতে শোভাযাত্রাকে কেন্দ্র করে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ওড়িশার সম্বলপুর জেলা।পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ।এমনকি জখম হন অন্তত ১০ পুলিশকর্মী।এখনও থমথমে গোটা এলাকা।এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

দেশের অন্যান্য প্রান্তে হনুমান জয়ন্তী ইতিমধ্যেই উদযাপিত হলেও ওড়িশায় বিষুব সংক্রান্তিতেই উদযাপিত হয় হনুমান জয়ন্তী। বিষুব সংক্রান্তি আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন। অর্থাৎ মাঝে আরও দু’টো দিন বাকি। অথচ বুধবার থেকেই ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে হনুমানজয়ন্তীর মিছিল, শোভাযাত্রা। এমনকী ডিজে সহযোগে বাইক মিছিলও চলছে শহরের অলিতে গলিতে।ওড়িশার সম্বলপুরে তেমনই এক বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:নেপালে ভ.য়াবহ পথদুর্ঘ.টনায় মৃ.ত্যু চার ভারতীয়, গুরুতর আ.হত ১

সূত্রের খবর, সম্বলপুরের বুদাপাড়া এবং ধানুপল্লি এলাকা দিয়ে হনুমান জয়ন্তীর বাইক মিছিল যাওয়ার সময় বাইক লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বেশ কয়েকটি গাড়ি এবং দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাথরের আঘাতে অন্তত ১০ জন পুলিশকর্মী জখম হন বলে খবর। এঁদের মধ্যে দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার। একজন মহিলা পুলিশকর্মীও আছেন। এখনও গোটা এলাকায় থমথমে পরিবেশ। এমনকী এখনও গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে।

এর আগেও বাংলা,বিহার,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এবার উত্তেজনা ছড়াল ওড়িশাতেও। তবে মিছিলকে কেন্দ্র করে এই হিংসাত্মক ঘটনা শুধুই কী এক সামান্য ঘটনা নাকি এর পেছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version